AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে কীভাবে মহাদেবকে তুষ্ট করবেন? জেনে নিন দুই মন্ত্র

শিবপুরাণে বলা হয়েছে, যে ভক্ত রুদ্রাক্ষ পরে, কপালে ভস্মের ত্রিপুণ্ড লাগিয়ে, শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং বেল পাতা নিবেদন করেন তাঁদের উপর মহাদেব সন্তুষ্ট হন।

Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে কীভাবে মহাদেবকে তুষ্ট করবেন? জেনে নিন দুই মন্ত্র
মহাশিবরাত্রিতে কীভাবে মহাদেবকে তুষ্ট করবেন? জেনে নিন দুই মন্ত্রImage Credit: Pinterest
| Updated on: Feb 19, 2025 | 8:01 PM
Share

শিব মহাপুরাণ অনুসারে, মহাদেবের উপাসনার বিশেষ দিন মহাশিবরাত্রি। এই সম্পর্কে বিখ্যাত জ্যোতিষী চেতন প্যাটেল জানান, শিব মহাপুরাণ অনুসারে যদি শিবের পূজো ভক্তি ভরে করা হয়, তা হলে তা অবশ্যই ফলপ্রসূ হবে। এবং ভগবান শিবের আশীর্বাদ পাবেন সেই ব্যক্তি। শিবপুরাণে বলা হয়েছে, যে ভক্ত রুদ্রাক্ষ পরে, কপালে ভস্মের ত্রিপুণ্ড লাগিয়ে, শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং বেল পাতা নিবেদন করেন তাঁদের উপর মহাদেব সন্তুষ্ট হন।

মহাদেবের কৃপা লাভ করতে চাইলে একাগ্র মনে ২টো মন্ত্র পাঠ করতে হবে। শিবপুরাণ অনুসারে, ভক্তরা শিবঠাকুরকে নানা উপায়ে সন্তুষ্ট করতে পারেন। ভগবান শিব লাল পদ্ম ফুল, নূমক ফুল এবং ধুতুরার ছাই এবং চন্দন কাঠ খুব পছন্দ করেন। এ ছাড়াও, বেল পাতা, গরুর দুধ, জল এবং ফলের রস, সেই সঙ্গে ঘি, মধু, কালো তিল এবং কর্পূর ও ধূপের অভিষেকেও মহাদেব সন্তুষ্ট হন। উপরোক্ত উপাদানগুলি দিয়ে মহাশিবরাত্রিতে শিবের পূজা করলে দ্রুত এবং সর্বোত্তম ফল পাওয়া যায়। সেই সঙ্গে মহাশিবরাত্রিতে নিষ্ঠার সঙ্গে উপোস করার কথাও উল্লেখ রয়েছে শাস্ত্রে।

দুটি মন্ত্র জপ করলে মহাদেব সঙ্গে সঙ্গে প্রসন্ন হন। জেনে নিন সেই মন্ত্রগুলি —

১. ওম নমঃ শিবায়

২. ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

শ্রাবণ মাসে, শিব পুরাণ পাঠ করলে এবং ধ্যান করলে খুব বিরল এবং শুভ ফল পাওয়া যায়। এ ছাড়াও, শিব মহিম্ন স্তোত্র, রুদ্রাভিষেক পাঠ এবং শিব চালিসা, লঘুরুদ্র বা মহারুদ্র পাঠ করলেও চমৎকার ফল পাওয়া যায়। ভগবান শিবের পূজা তিন রকমভাবে করা হয়। হোম, রেখা এবং অভিষেকের আচার-অনুষ্ঠানের মধ্যে। অভিষেক হল ভগবান শিবের সবচেয়ে প্রিয় সাধনা। শ্রাবণ মাসে এইভাবে ভগবান শিবের উপাসনা করেন অনেক ভক্তরা।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।