Asian Games 2023 : এশিয়ান গেমসের আগে ডোপ কলঙ্ক! ৪ ভারতীয় অ্যাথলিটের রিপোর্ট পজিটিভ
নমুনা নেওয়ার পর দলটি টুর্নামেন্ট খেলতে চলে যায়। পরীক্ষায় ২ জন জুডোকার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে রিপোর্ট আসার আগেই তাঁরা গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়েছিলেন।

কলকাতা : সেপ্টেম্বর-অক্টোবর মাসে চিনে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। তার আগে ডোপিংয়ের হুল ফোটাল ভারতীয় জুডোকে। এর ভালোমতো প্রভাব পড়তে পারে এশিয়ান গেমসে। তথ্য অনুসারে, ট্রায়ালের পরে নির্বাচিত জুডোকাদের মধ্যে চারজন পুরুষ খেলোয়াড় জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (NADA) নেওয়া পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই জুডােকাদের মধ্যে ২ জন তাজিকিস্তানে ২ থেকে ৪ জুন অনুষ্ঠিত দুশানবে গ্র্যান্ড প্রিক্সেও অংশ নিয়েছিলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
এর আগে, জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার (জেএফআই) আদালত-নিযুক্ত প্রশাসক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনুমোদিত ইউনিটগুলিকে জানিয়েছিলেন যে এশিয়াডের জন্য একটি দীর্ঘ তালিকা তৈরি করে জুডোকাদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ট্রায়ালগুলি কেডিজে ইন্ডোর স্টেডিয়াম, IGS, নয়াদিল্লিতে হয়েছিল৷ JFI উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ট্রায়ালগুলির জন্য নির্বাচনের মানদণ্ড সংশোধন করা হয়েছিল৷
কোচ আরও জানান যে, প্রতিটি ওজন বিভাগে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী ক্রীড়াবিদদের (৭ জন পুরুষ এবং একই সংখ্যক মহিলা) একটি দীর্ঘ সূচির জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে নামগুলি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এর কাছে পাঠানো হয়েছিল। NADA ট্রায়ালের সময় ক্রীড়াবিদদেরও ‘পরীক্ষা’ করে। সেই সময় প্রথম স্থানে থাকা এক জুডোকা ডোপিংয়ের জন্য দোষী সাব্যস্ত হন। আরও একজনকে ভোপাল ক্যাম্প থেকে পজিটিভ পাওয়া গিয়েছে। এরপর তাঁকে তাজিকিস্তানের প্রতিযোগিতার ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়নি। ভারত শেষবার এশিয়ান গেমসে জুডোয় পদক জিতেছিল তিন দশক আগে।





