AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Table Tennis: পাকিস্তানকে হারিয়ে দিল বাংলার মেয়ে প্রতীতি

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যার পর পাকিস্তানকে নিয়ে ভারতের নানা স্ট্র্যাটেজির কথা উঠে আসছে। এই আবহে ভারতের মেয়ে প্রতীতি সাউথ এশিয়ান ইয়ুথ টেবল টেনিসে পাকিস্তানের প্লেয়ারকে কার্যত নাস্তানাবুদ করে ছাড়লেন।

Table Tennis: পাকিস্তানকে হারিয়ে দিল বাংলার মেয়ে প্রতীতি
Table Tennis: পাকিস্তানকে হারিয়ে দিল বাংলার মেয়ে প্রতীতি Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 03, 2025 | 6:59 PM
Share

বঙ্গকন্যার পাক বধ। কূটনৈতিক ভাবে চিরশত্রুকে যখন জবাব দেওয়ার ছক কষছে দেশ, তার মাঝেই টিটি বোর্ডে ১৪ বছরের বঙ্গকন্যার সামনে উড়ে গেল চিরশত্রু। এক, দুটি নয় সাউথ এশিয়ান ইয়ুথ টেবল টেনিসে চারটি সোনা শিলিগুড়ির মেয়ে প্রতীতি পালের। সিঙ্গলস, ডাবলস, মিক্সড ডাবলস আর মেয়েদের টিম ইভেন্টে সোনা জিতে নজির প্রতীতির। এর মধ্যে ডাবলসে পাক জুটিকে উড়িয়ে সোনা জয় বাংলার মেয়ের।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যার পর পাকিস্তানকে নিয়ে ভারতের নানা স্ট্র্যাটেজির কথা উঠে আসছে। এই আবহে ভারতের মেয়ে প্রতীতি সাউথ এশিয়ান ইয়ুথ টেবল টেনিসে পাকিস্তানের প্লেয়ারকে কার্যত নাস্তানাবুদ করে ছাড়লেন। এপ্রিল মাসের ২৪-২৭ তারিখ নেপালের কাঠমান্ডুতে বসেছিল ছ’দেশীয় সাউথ এশিয়ান ইয়ুথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। সেখানেই প্রতীতি নজির গড়েছেন।

শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা পার্থসারথি পাল ও সোমা পালের একমাত্র মেয়ে প্রতীতি ক্লাস নাইনের ছাত্রী। পরের বছরই মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে খেলার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ প্রতীতি। পাঁচ বছর বয়সে টেবল টেনিসে হাতেখড়ি। ২০২৩ সালে জাতীয় টেবল টেনিসে অনূর্ধ্ব-১৩-তে ব্রোঞ্জ জিতেছিলেন প্রতীতি। আর এ বার নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবল টেনিসে চারটি বিভাগে সোনা জিতেছেন শিলিগুড়ির মেয়ে।

বর্তমানে ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানকে হারানোর পর প্রতীতিকে নিয়ে জোর চর্চা হচ্ছে। শিলিগুড়ির টেবল টেনিস অ্যাকাডেমির ছাত্রী প্রতীতি। অমিত দামের কোচিংয়ে প্রতীতির টিটিতে উন্নতি হয়েছে। চার সোনাজয়ী প্রতীতি বলেছেন, ‘পাকিস্তান মিক্সড ডাবলসে হারিয়েছি। সেই জয়ের পর একেবারে আলাদাই অনুভুতি হচ্ছিল। আমার আগামী লক্ষ্য ২০২৬ সালে জাতীয় টেবল টেনিসে সোনা জিতে চ্যাম্পিয়ন হওয়া।’