AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: বিশ্বকাপের আগে ডি মারিয়া, দিবালার চোটে চিন্তিত আর্জেন্টিনা অধিনায়ক মেসি

Argentina Team: অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাউলো দিবালার চোট নিয়ে এক সংবাদমাধ্যমে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন লিওনেল মেসি।

Lionel Messi: বিশ্বকাপের আগে ডি মারিয়া, দিবালার চোটে চিন্তিত আর্জেন্টিনা অধিনায়ক মেসি
সতীর্থদের চোট নিয়ে চিন্তিত অধিনায়ক মেসি
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 4:17 PM
Share

প্যারিস: এক মাস পরেই ফুটবল বিশ্বে শুরু হবে মহারণ। কাতারে বিশ্বের ৩২টি দেশ অংশ নেবে সেরা হওয়ার যুদ্ধে। সেই লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনাও। গ্রুপ পর্যায়ে তাদের খেলতে হবে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডের সঙ্গে। এই বিশ্বকাপে লিওনেল মেসির (Lionel Messi) কাঁধেই থাকবে আর্জেন্টিনার ভার। তিনিই নেতৃত্ব দেবেন নীল-সাদা ব্রিগেডকে। বিশ্বকাপের লড়াইয়ে অধিনায়ক মেসির অন্যতম ভরসা থাকবে অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria) এবং পাউলো দিবালার (Paulo Dybala) উপর। আর্জেন্টিনার এই দুই সিনিয়র খেলোয়াড় যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন খেলার রং। কিন্তু ক্লাব ফুটবল খেলতে গিয়ে আর্জেন্টিনার এই দুই খেলোয়াড়ই অল্পবিস্তর চোট পেয়েছেন। জাতীয় দলের সতীর্থদের সেই চোট চিন্তিত করেছেন লিওনেল মেসিকে।

অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাউলো দিবালার চোট নিয়ে এক সংবাদমাধ্যমে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন লিওনেল মেসি। ৩৫ বছরের আর্জেন্টিনার তারকা বলেছেন, “এই বিশ্বকাপ অনেকটাই আলাদা। আমরা বিশ্বকাপের এত কাছে চলে এসেছি, যে কোনও ছোট্ট জিনিস আপনাকে বিশ্বকাপের বাইরে ঠেলে দিতে পারে। তাই বিষয়টি চিন্তার।” এর পরই ডি মারিয়া এবং দিবালার চোটের প্রসঙ্গে মেসি বলেছেন, “আমি আশা করছি দুজনই সেরে উঠবে। বিশ্বকাপের আগে সেরে ওঠার জন্য যথেষ্ট সময়ও রয়েছে। আশা রাখছি বিশ্বকাপে আমরা পুরোপুরি সুস্থ অবস্থায় দু-জনকে মাঠে পাব।”

ডি মারিয়া সম্প্রতি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেই চোটের কারণে নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। অন্য দিকে দিবালার চোট রয়েছে উরুতে। সেই চোট সেরে না উঠলে কাতার বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন তিনি। এই দুই তারকার পাশাপাশি মেসি নিজেও অল্প চোট পেয়েছেন কাফ মাসলে। সে জন্য নিজের ক্লাব প্যারিস স্যঁ জ্যঁ-র হয়ে শেষ দুটি ম্য়াচে মাঠে নামেননি। কিছু দিন আগেই মেসি জানিয়েছেন, ২০২২ সালের কাতারের বিশ্বকাপ হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কেরিয়ারের শেষ বিশ্বকাপে এই ফুটবল জাদুকর কী ম্যাজিক দেখান সে দিকে নজর রয়েছে ফুটবল দুনিয়ার। পাশাপাশি সতীর্থদের থেকে কতটা সঙ্গত পান তিনি, তাও নজর এড়াবে না মেসিভক্তদের।