AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

French Open 2025: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে, স্বোয়াতেকের মুখে সাবালেঙ্কা

Aryna Sabalenka: এ বারের রোলাঁ গারোয় অন্যতম ফেভারিট ধরা হচ্ছে সাবালেঙ্কাকে। বেলারুসের টেনিস তারকা দুরন্ত ফর্মেও আছেন। এখনও একটাও সেট হারাননি ফ্রেঞ্চ ওপেনে। যদিও জেংয়ের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হয়েছে।

French Open 2025: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে, স্বোয়াতেকের মুখে সাবালেঙ্কা
অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে, স্বোয়াতেকের মুখে সাবালেঙ্কাImage Credit: X
| Edited By: | Updated on: Jun 03, 2025 | 8:11 PM
Share

কলকাতা: কঠিনতম ম্যাচ। এক সময় মনে হয়েছিল, মুঠো আলগা হয়ে যাচ্ছে হয়তো। উল্টো দিকে অলিম্পিক চ্যাম্পিয়ন। কিন্তু চাপ কাটিয়ে জিতলেন হাসতে হাসতে। সেমিফাইনালে পা রাখলেন আরিয়ানা সাবালেঙ্কা। ৭-৬ (৭-৩, ৬-৩ হারালেন জেং কুইনওয়েনকে। কোয়ার্টার ফাইনালের মতোই সাবালেঙ্কার শেষ চারের লড়াইও হতে চলেছে কঠিন। তাঁর মুখে গতবারের ফরাসি ওপেনজয়ী ইগা স্বোয়াতেকের। অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইগা স্বোয়াতেক ও এলিনা সিতোলিনা। সহজেই জিতেছেন স্বোয়াতেক।

এ বারের রোলাঁ গারোয় অন্যতম ফেভারিট ধরা হচ্ছে সাবালেঙ্কাকে। বেলারুসের টেনিস তারকা দুরন্ত ফর্মেও আছেন। এখনও একটাও সেট হারাননি ফ্রেঞ্চ ওপেনে। যদিও জেংয়ের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হয়েছে। প্রথম সেটটা হারতে হারতে জিতেছেন। তার পরই আবার ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। দ্বিতীয় সেট জিতে নেন ৬-৩ সেটে। ম্যাচ জেতার পর সাবালেঙ্কা বলেছেন, ‘সত্যিই কঠিন লড়াই ছিল এটা। আমি এখনও বুঝতে পারছি না, কীভাবে প্রথম সেটটাতে ফিরে এলাম। এই পরিস্থিতিতে ম্যাচটা জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম।’

স্বোয়াতেক আবার এলিনা সিতোলিনাকে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে। যদিও ওই ম্যাচ কঠিন ছিল না। ৬-১, ৭-৫ জিতেছেন স্বোয়াতেক। তবে মেয়েদের সেমিফাইনাল রোমহর্ষক হতে চলেছে। উত্তেজনা থাকবে পরতে পরতে। এই প্রজন্মের দুই সেরা তারকা নামছেন মুখোমুখি। কাল মেয়েদের কোয়ার্টার ফাইনালে নামবেন ম্যাডিসন কিজ ও কোকো গাফ। অন্য কোয়ার্টারে খেলা মীরা আন্দ্রেভা-লোইস বোইসনের।