Brazil: বছরের শুরুতেই ছাঁটাই ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ

ব্রাজিল ফুটবল নিয়ে যেন নাটকীয়তা শেষ হচ্ছেই না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছে এডনাল্ডো রড্রিগেজকে। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশের কারণে তাঁকে সরে যেতে হয়েছিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের পদে এডনাল্ডো রড্রিগেজ ফেরার পরই এ বার ব্রাজিল ফুটবল টিমের ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজকে ছাঁটাই করা হল।

Brazil: বছরের শুরুতেই ছাঁটাই ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ
Brazil: বছরের শুরুতেই ছাঁটাই ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 1:58 PM

রিও ডি জেনেইরো: নতুন বছরের শুরুতেই ছাঁটাই হলেন ব্রাজিলেন কোচ ফের্নান্দো দিনিজ। ব্রাজিল ফুটবল নিয়ে যেন নাটকীয়তা শেষ হচ্ছেই না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছে এডনাল্ডো রড্রিগেজকে। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশের কারণে তাঁকে সরে যেতে হয়েছিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের পদে এডনাল্ডো রড্রিগেজ ফেরার পরই এ বার ব্রাজিল ফুটবল টিমের ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজকে ছাঁটাই করা হল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে এক অফিসিয়াল বার্তায় দিনিজের সঙ্গে সম্পর্কে ইতি ঘোষণা করা হয়েছে। ওই বার্তায় জানানো হয়েছে, ‘ফের্নান্দো দিনিজের কাজের জন্য, তাঁর নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিফ তাঁকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফের্নান্দো দিনিজকে শুভকামনা জানাচ্ছি।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারশনের বিবৃতিতে এডনাল্ডো রড্রিগেজ জানিয়েছেন, সিবিএফ এ বার স্থায়ী কোচ বাছাইয়ের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চায়। গত বছরের মাঝামাঝি সময়ে ফের্নান্দো দিনিজকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। সিবিএফের এক সূত্র সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ফের্নান্দো দিনিজের সঙ্গে এডনাল্ডো রড্রিগেজের চুক্তি ছিল কার্লো আন্সেলোত্তি ব্রাজিল দলে না ফেরা পর্যন্ত তাঁকে কোচের দায়িত্বে থাকতে হবে। কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদে থাকার মেয়াদ বাড়িয়েছেন আন্সেলোত্তি। এডনাল্ডো রড্রিগেজ আশা করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগে কার্লো আন্সেলোত্তি কোচের দায়িত্বে ফিরবেন। কিন্তু এখন এ বিষয় নিশ্চিত নয়।

ব্রাজিল গত ৬টি ম্যাচ কোচ ফের্নান্দো দিনিজের তত্ত্বাবধানে খেলেছে। তাতে বলিভিয়া ও পেরুকে হারিয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিল। এরপর উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। দলকে কাঙ্খিত জয় এনে দিতে না পারায় যে দিনিজের চাকরি গেল, এমনটাই বলছে ফুটবল মহল। এ বার দেখার সেলেকাওদের নতুন কোচের দায়িত্বে কাকে দেখা যায়। সূত্র মারফত জানা গিয়েছে, CBF সাও পাওলো কোচ ডোরিভাল জুনিয়রকে দায়িত্ব নেওয়ার জন্য একটি প্রস্তাব দিয়েছে। জুনিয়র কোপা লিবার্তোদোরস এবং ব্রাজিলিয়ান কাপ জিতেছেন। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে আট পয়েন্টের ব্যবধান রয়েছে ব্রাজিলের।