
ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন এক অ্যাথলিট। সেখানেই শেষ নয়, নির্বাসিত হওয়া সত্ত্বেও একাধিকবার আধার কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জাল করেছেন তিনি। অংশ নিয়েছেন বিভিন্ন চ্যাম্পিয়নশিপে। এইরকম নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এক অ্যাথলিটের বিরুদ্ধে। এবার তদন্তভার গ্রহণ করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযুক্ত অ্যাথলিট হলেন সচিন পোসওয়াল।
নির্বাসিত থাকার পরও একাধিকবার আধার কার্ডসহ অন্যান্য নথি জাল করে একাধিক চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন অভিযুক্ত সচিন পোসওয়াল। কখনও নিজের নাম ভাড়িয়ে, কখনও আধার কার্ডে বাবার নাম, জন্ম তারিখ ভাড়িয়ে, ঠিকানা বদল করে একাধিক মিটে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার ইউআইডি বদল করে জাল আধার কার্ড বানানোর অভিযোগও সচিনের নামে।
ডোপিংয়ের দায়ে ২০২৪ সালে ৪ বছরের জন্য নির্বাসিত হন সচিন পোসওয়াল। এর মাঝেই একাধিক মিটে নথি জাল করে অংশ নেওয়ার অভিযোগ। সিবিআইয়ের আতস কাঁচের তলায় দিল্লির রাজ্য অ্যাথলেটিক্স সংস্থাও। দিল্লির হয়েই বিভিন্ন মিটে অংশ নিতেন তিনি।
সচিন পোসওয়ালের বিরুদ্ধে একাধিকবার নথি জালিয়াতির অভিযোগে জুন মাসে মামলা করে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। এরপর থেকেই ফেরার সচিন। তদন্ত চালিয়েও তার খোঁজ পায়নি। এ বার সেই মামলার তদন্তভার গ্রহণ করল সিবিআই।
আরও পড়ুন – ম্যাচের সময় ক্রিকেটাররা কেন চুইং গাম চিবোন? জানুন আসল কারণ
আরও পড়ুন – Abhimanyu Easwaran: একা কুম্ভ হয়ে লড়েও রক্ষা করতে পারলেন না অভিমন্যু, বাংলাকে ওড়াল অভিষেকের পঞ্জাব
আরও পড়ুন – Abhishek Sharma: ১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! বাংলার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ক্যাপ্টেন অভিষেক শর্মার