Calcutta Football League: বুধের মিনি ডার্বি ঘিরে চড়ছে পারদ, তুঙ্গে টিকিটের চাহিদা
Calcutta Football League: প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিংকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। তবে নিজের দলের উপরেও আত্মবিশ্বাস রয়েছে তাঁর। মহিতোষ, জেসিন, অভিষেকরা দুরন্ত পারফর্ম করে চলেছেন। সিনিয়র দল থেকেও কয়েকজনকে বুধবারের মিনি ডার্বিতে খেলানোর ভাবনায় ইস্টবেঙ্গল কোচ। ১২ ম্যাচে ঝুলিতে ৩০ পয়েন্ট। সুপার সিক্সের প্রথম ম্যাচেই সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী। চোয়াল শক্ত রাখছেন লাল-হলুদ কোচ।
কলকাতা: বুধবার মিনি ডার্বি। কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিং। চলতি লিগে দুটো দলই দুরন্ত ফর্মে রয়েছে। মহমেডান নিজেদের গ্রুপ থেকে শীর্ষস্থানে শেষ করে। অন্যদিকে ইস্টবেঙ্গলও গ্রুপ টপার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন বাংলার ফুটবলপ্রেমীরা। ম্যাচ কিশোরভারতী স্টেডিয়ামে সরে আসায় উন্মাদনার মাত্রাও আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে মিনি ডার্বির কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েনও থাকছে বুধবারের ম্যাচে। লিগের খেতাবি দৌড়ে প্রবল ভাবে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল আর মহমেডান। গ্রুপ পর্বের পয়েন্টও সুপার সিক্সে যোগ হয়েছে। বুধবারের ম্যাচে যে দলই জিতবে, তারা অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে পৌঁছে যাবে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সমর্থকরা টিকিটের জন্য অপেক্ষায় থাকলেও, বুধবার ম্যাচের আগেই একমাত্র টিকিট হাতে পাবেন তাঁরা। ম্যাচ শুরুর দু’ঘণ্টা আগে স্টেডিয়ামের কাউন্টার থেকে সাধারণের জন্য টিকিট বিক্রি শুরু হবে। আগের বছরও কলকাতা লিগের ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামে। তাই নিরাপত্তায় কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিংকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। তবে নিজের দলের উপরেও আত্মবিশ্বাস রয়েছে তাঁর। মহিতোষ, জেসিন, অভিষেকরা দুরন্ত পারফর্ম করে চলেছেন। সিনিয়র দল থেকেও কয়েকজনকে বুধবারের মিনি ডার্বিতে খেলানোর ভাবনায় ইস্টবেঙ্গল কোচ। ১২ ম্যাচে ঝুলিতে ৩০ পয়েন্ট। সুপার সিক্সের প্রথম ম্যাচেই সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী। চোয়াল শক্ত রাখছেন লাল-হলুদ কোচ। মহমেডান ম্যাচ জিতলে লিগের খেতাবি দৌড়ে বেশ ভালো জায়গায় থাকবে ইস্টবেঙ্গল।
অন্যদিকে ১৩ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের ঝুলিতে ৩২ পয়েন্ট। চোটের জন্য ছিটকে গিয়েছেন ব্যারেটো। অভিষেক হালদারকে নিয়েও রয়েছে সংশয়। হাইভোল্টেজ ম্যাচের আগে যা চিন্তায় রাখছে সাদা-কালো কোচকে। তবে লিগে দুরন্ত পারফর্ম করে চলেছেন ডেভিড। বুধবারও দ্রুত গোল পেতে ডেভিডের দিকে তাকিয়ে সাদা-কালো কোচ। এছাড়া অভিজ্ঞ তন্ময় ঘোষ মহমেডান দলের ভরসা। ইস্টবেঙ্গল থেকে সাদা-কালোয় সই করা আঙ্গুসানাও তৈরি প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে জ্বলে উঠতে।