AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWG 2022, Day 9 Final Result: কমনওয়েলথে নবম দিন সোনা-রুপো-ব্রোঞ্জে মোড়ানো ভারতের সাফল্য…

CWG 2022, Day 9 Full Winners List: নবম দিনে দেশকে মোট ১৪টি পদক দিয়েছেন ভারতীয় কুস্তিগিররা।

CWG 2022, Day 9 Final Result: কমনওয়েলথে নবম দিন সোনা-রুপো-ব্রোঞ্জে মোড়ানো ভারতের সাফল্য...
কমনওয়েলথে নবম দিন সোনা-রুপো-ব্রোঞ্জে মোড়ানো ভারতের সাফল্য...
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 8:27 AM
Share

বার্মিংহ্যাম: বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) আর দুটো দিন বাকি। এই মাল্টি স্পোর্টস ইভেন্টের নয় নম্বর দিনে অভাবনীয় সাফল্য ধরা দিয়েছে ভারতীয় অ্যাথলিটদের হাত ধরে। শনিবার দিনভর বার্মিংহ্যাম থেকে মোট ১৪টি পদক পেয়েছেন ভারতের (India) অ্যাথলিটরা। যার মধ্যে রয়েছে ৪টি সোনা (Gold), ৩টি রুপো ও ৭টি ব্রোঞ্জ পদক। এ বারের কমনওয়েলথে দেশের ১২ জন কুস্তিগিরই ১২টি পদক পেয়েছেন। এখনও অবধি ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ৪০ টি পদক। যার মধ্যে রয়েছে ১৩টি সোনা। ১১টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ।

এক নজরে দেখে নিন নবম দিনে ভারতের জয়-হারের খতিয়ান…

হকি – সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে মনপ্রীতের ভারত।

ক্রিকেট – এজবাস্টন স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে প্রতিযোগিতার অন্যতম ফেভারিট ভারত। ৪ রানে আয়োজক দেশকে হারিয়ে সোনার ম্যাচে পৌঁছে গিয়েছেন স্মৃতি মান্ধানারা। ঐতিহাসিক জয় হ্যারিদের

লন বল – এর আগে মহিলাদের লন বল ফোরসে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিল ভারতের মেয়েরা। আর নবম দিন পুরুষদের লন বল ফোরসে রুপো পেল ভারতের পুরুষ দল।

প্যারা টেবল টেনিস

ভাবিনার সোনা – প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের ফাইনালে সোনা জিতলেন ভাবিনা। ফাইনালে নাইজেরিয়ার ক্রিশ্চিয়ানা ইকপেওয়িকে হারান ভাবিনা। ৩-০ ব্যবধানে নাইজেরিয়ান প্যাডলারকে হারিয়ে সোনা জয় ভাবিনার। ম্যাচের ফল ১২-১০, ১১-২, ১১-৯ ভাবিনার পক্ষে।

সোনালের ব্রোঞ্জ – প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ এর ব্রোঞ্জ পদক ম্যাচে জেতেন ভারতের সোনাল প্যাটেল। ইংল্যান্ডের সু বেইলিকে ১১-৫, ১১-২, ১১-৩ ব্যবধানে হারান সোনাল।

ব্রোঞ্জ হাতছাড়া রাজের – প্যারা টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ এর ব্রোঞ্জ পদক ম্যাচে নাইজেরিয়ার ইসাউ ওগুনকুনলের কাছে ১১-৩, ১১-৬, ১১-৯ হেরে যান ভারতের রাজ অরবিন্দন।

টেবল টেনিস

ফাইনালে শরথকমল-সৃজা জুটি – মিক্সড ডাবলসের ফাইনালে শরথকমল-সৃজা জুটি। অস্ট্রেলিয়ার লুম নিকোলাস-জি মিনইউং জুটিকে ৩-২ ব্যবধানে হারান ভারতের অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি। ম্যাচের ফল ১১-৯, ১১-৮, ৯-১১, ১২-১৪, ১১-৭ শরথকমল-সৃজা জুটির পক্ষে।

সেমিফাইনালে শরথকমল – পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইয়ং আইজাক কুইককে ৪-০ ব্যবধানে হারান অচিন্ত্য শরথকমল।

টিটি ফাইনালে পুরুষদের ডাবলস জুটি শরথকমল-সাথিয়ান – টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতীয় তারকা জুটি অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন। অস্ট্রেলিয়ার নিকোলাস লুম-ফিন লু জুটিকে শরথকমল-সাথিয়ান হারাল ৮-১১, ১১-৯, ১০-১২, ১১-১, ১১-৮ ব্যবধানে।

পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হার সানিলের – পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিকফোর্ডের বিরুদ্ধে ভারতের সানিল শেট্টি হারলেন ৪-১ ব্যবধানে। ম্যাচের ফল ৯-১১, ১১-৬, ১১-৮, ১১-৮, ১১-৪ লিয়ামের পক্ষে।

সাথিয়ানের জয় – পুরুষদের সিঙ্গলসের অপর কোয়ার্টার ফাইনালে জেতেন ভারতের সাথিয়ান গণশেখরন। ইংল্যান্ডের স্যাম ওয়ালকারকে ৪-২ ব্যবধানে হারান সাথিয়ান। ছয় গেমের ম্যাচের ফল ১১-৫, ১১-৭, ১১-৫, ৮-১১, ১০-১২, ১১-৯ সাথিয়ানের পক্ষে।

রীথ-সৃজা জুটির হার – মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের সৃজা আকুলা-রীথ টেনিসন জুটি ৩-১ ব্যবধানে হারল সিঙ্গাপুরের ওং জিন রু-হোও জিনগি জুটির কাছে। ম্য়াচের ফল ১৬-১৪, ১৩-১১, ৬-১১, ১১-৮ সিঙ্গাপুরিয়ান জুটির পক্ষে।

মনিকা-দিয়ার হার – মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের প্যাডলারদের কাছে ৩-১ ব্যবধানে হারল ভারতের মনিকা বাত্রা-দিয়া চিতলে জুটি। শার্লট কেরি-আনা হার্সি জুটি ১১-৭, ১১-৬, ১১-১৩, ১২-১০ হারাল মনিকাদের।

কুস্তিতে কিস্তিমাত

এ বারের কমনওয়েলথে কুস্তিতে ভারতীয় কুস্তিগিরদের দাপট। শুক্রবার সোনার সফর শুরু হয়েছিল বজরং পুনিয়াকে দিয়ে। এরপর একে একে সাক্ষী মালিক, দীপক পুনিয়াদের গলায় ওঠে ঝকঝকে সোনালি পদক। শনিবারও কমনওয়েলথ গেমসে ভারতীয় কুস্তিগিরদের নামে হয়ে থাকল। রবি দাহিয়া, বিনেশ ফোগতের পর কুস্তিতে ষষ্ঠতম সোনা যোগ করেন নবীন সিহাগ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ১২টি সোনা।

অ্যাথলেটিক্স 

অ্যাথলেটিক্সে নবম দিন জোড়া রুপো পেয়েছে ভারত। মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো পেয়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী। পাশাপাশি পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন ভারতের অবিনাশ মুকুন্দ সাবলে। নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের পাশাপাশি নয়া জাতীয় রেকর্ডও গড়েছেন অবিনাশ (৮.১১.২০)।

বক্সিং

হুসামুদ্দিনের ব্রোঞ্জ – পুরুষদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন মহম্মদ হুসামুদ্দিন। এই নিয়ে কমনওয়েলথে হুসামুদ্দিনের এটি দ্বিতীয় পদক। ঘানার জোসেফ কোমের কাছে ৪-১ হেরে ব্রোঞ্জ পেয়েছেন হুসামুদ্দিন।

জেসমিন ল্যাম্বোরিয়ার ব্রোঞ্জ – মহিলাদের ৬০ কেজি লাইটওয়েটের সেমিফাইনালে ইংল্যান্ডের জেমা পেইজ রিচার্ডসনের কাছে হেরে গেলেন ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া। ৩-২ স্প্লিট ডিসিশনে হারে জেসমিন। যার ফলে ব্রোঞ্জ পেয়েছেন জেসমিন।

ফাইনালে নিখাত-অমিত-নীতু-সাগর

মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে ইংল্যান্ডের স্টাবলি আলফিয়া সাভানাকে ৫-০ হারিয়ে ফাইনালে নিখাত জারিন।

পুরুষদের ৫১ কেজি সেমিফাইনালে জামিবিয়ার প্যাট্রিক চিনয়েম্বাকে হারালেন অমিত পাঙ্ঘাল। প্রথম রাউন্ডে প্যাট্রিকের কাছে হেরে যান অমিত। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই কামব্যাক করেন।

মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়াংকা ধিলোনকে হারালেন নীতু গংঘাস।

পুরুষদের ৯২+কেজি বিভাগের ফাইনালে ভারতের সাগর অহলত। নাইজেরিয়ান প্রতিপক্ষকে ৫-০ হারিয়ে ফাইনালে সাগর।

ব্যাডমিন্টন

সেমিফাইনালে সিন্ধু – মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার গো ওয়েই জিনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। তিন গেমের ম্যাচে প্রথম গেমে ১৯-২১ হারেন সিন্ধু। পরের গেমেই কামব্যাক করেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী সিন্ধু। জেতেন ২১-১৪ ব্যবধানে। দ্বিতীয় গেমের পর তৃতীয় গেমে সিন্ধু জেতেন ২১-১৮।

সেমিফাইনালে সাত্বিক-চিরাগ জুটি – পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জ্যাকব সুলার-নাথান টাংকে স্ট্রেট গেমে হারাল ভারতের সাত্বিক-চিরাগ জুটি। ম্যাচের ফল ২১-৯, ২১-১১ সাত্বিক-চিরাগের পক্ষে।

সেমিফাইনালে ত্রিশা-গায়েত্রী জুটি- মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে জামাইকার তাহিলা রিচার্ডসন-ক্যাথরিন উইন্টার জুটিকে হারিয়ে সেমিফাইনালে ভারতের ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ। স্ট্রেট গেমে ২১-৮, ২১-৬ জামাইকান জুটিকে হারাল ত্রিশা-গায়েত্রী।

পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে লক্ষ্য – পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মরিশাসের জুলিয়েন জর্জেস পলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। মরিশাসের শাটলারকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ম্যাচের ফল ২১-১১, ২১-১১ লক্ষ্যর পক্ষে।

পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে শ্রীকান্ত – পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত ইংল্যান্ডের টোবি পেন্টিকে হারিয়েছেন। ইংল্যান্ডের শাটলারের বিরুদ্ধে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৭ শ্রীকান্তের জয়।

আকর্ষির হার – মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের ক্রিস্টি গিলমোরের কাছে হেরে গেলেন আকর্ষি কাশ্যপ। তবে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও আকর্ষির কাছে পদক লাভের একটা সুযোগ থাকছে। এ বার তিনি খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।

হাড্ডাহাড্ডি লড়াই করেও হার সৃজার – মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ হাসি ফুটল না সৃজা আকুলার মুখে। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের তিয়ানওয়েই ফেংয়ের বিরুদ্ধে ৭ গেমের লড়াইয়ে হারলেন সৃজা। ম্যাচের ফল ১১-৬, ৮-১১, ৬-১১, ১১-৯, ১১-৮, ৮-১১, ১২-১০ সিঙ্গাপুরিয়ান শাটলারের পক্ষে। পদক লাভের একটা সুযোগ থাকছে সৃজার কাছে। এ বার তাঁরা খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।