CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের নবম দিন শুরু হওয়ার আগে জেনে নিন পদক তালিকায় কত নম্বরে ভারত…

Birmingham Commonwealth Games 2022 Medals Table in Bengali: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নবম দিন। আজও ভারতের পদক সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে।

CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের নবম দিন শুরু হওয়ার আগে জেনে নিন পদক তালিকায় কত নম্বরে ভারত...
পদক তালিকায় কোন জায়গায় ভারত?Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 11:21 AM

বার্মিংহ্যাম: আজ, শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) নবম দিন। এ বারের কমনওয়েলথ গেমসের প্রত্যেকটা দিনই ভারতের পদক সংখ্যা বেড়ে চলেছে। এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ২৬টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ এই মাল্টি স্পোর্টস ইভেন্টের নয় নম্বর দিন। আজ বার্মিংহ্যাম থেকে প্যারা টেবল টেনিসে, লন বলে ভারতের পদক প্রাপ্তি নিশ্চিত। এছাড়াও আজ কমনওয়েলথ থেকে ভারতের একাধিক পদক লাভের সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন অষ্টম দিনের শেষ অবধি কোন বিভাগ থেকে মোট ২৬টি পদক (Commonwealth Games 2022 Medals Tally) পেয়েছেন ভারতের কোন অ্যাথলিটরা…

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কী কী পদক পেয়েছেন?

১) সোনা – ৯টি

২) রুপো – ৮টি

৩) ব্রোঞ্জ – ৯টি

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কোন ভারতীয় অ্যাথলিটরা পদক লাভ করেছেন?

১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন

২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন

৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন

৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো

৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন

৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো

৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন

১০) মেয়েদের লন বল ফোর টিম- সোনার পদক

১১) পুরুষদের টেবল টেনিস দল – সোনা

১২) বিকাশ ঠাকুর – রুপো, পুরুষদের ৯৬ কেজি – ভারোত্তোলন

১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম – রুপো

১৪) তেজস্বিন শংকর – ব্রোঞ্জ, পুরুষদের হাই জাম্প

১৫) তুলিকা মান – রুপো, মহিলাদের +৭৮ জুডো

১৬) সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস – স্কোয়াশ

১৭) লভপ্রীত সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯ কেজি – ভারোত্তোলন

১৮) গুরদীপ সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯+ কেজি – ভারোত্তোলন

১৯) সুধীর – সোনা, পুরুষদের হেভিওয়েট – প্যারা ওয়েটলিফ্টিং

২০) মুরলী শ্রীশংকর – রুপো, পুরুষদের লং জাম্প

২১) অংশু মালিক – রুপো, মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল

২২) বজরং পুনিয়া – সোনা, পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল

২৩) সাক্ষী মালিক – সোনা, মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল

২৪) দীপক পুনিয়া – সোনা, পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল

২৫) দিব্যা কাকরান – ব্রোঞ্জ, মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল

২৬) মোহিত গ্রেওয়াল – ব্রোঞ্জ, পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইল

এই মুহূর্তে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

১) অস্ট্রেলিয়া (৫০টি সোনা, ৪৪টি রুপো, ৪৬টি ব্রোঞ্জ) – মোট- ১৪০টি

২) ইংল্যান্ড (৪৭টি সোনা, ৪৬টি রুপো, ৩৮টি ব্রোঞ্জ) – মোট- ১৩১টি

৩) কানাডা (১৯টি সোনা, ২৪টি রুপো, ২৪টি ব্রোঞ্জ) – মোট- ৬৭টি

৪) নিউজিল্যান্ড (১৭টি সোনা, ১১টি রুপো, ১৩টি ব্রোঞ্জ) – মোট- ৪১টি

৫) ভারত (৯টি সোনা, ৮টি রুপো, ৯টি ব্রোঞ্জ) – মোট-২৬টি