Indian Cricket: ১০ ছক্কা, ২৪টি বাউন্ডারি; ওডিআইতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড!

Indian Cricket News: হিটম্যান রোহিত শর্মা একবার নয়, ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক স্কোরের রেকর্ডও রোহিত শর্মার দখলেই। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন।

Indian Cricket: ১০ ছক্কা, ২৪টি বাউন্ডারি; ওডিআইতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড!
Image Credit source: Stu Forster/Getty Images

Jul 20, 2025 | 8:29 PM

পুরুষদের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই ডাবল সেঞ্চুরি করেছেন। ভারতীয়দের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। তেমনই একাধিক ডাবল সেঞ্চুরির রেকর্ডও রয়েছে। হিটম্যান রোহিত শর্মা একবার নয়, ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক স্কোরের রেকর্ডও রোহিত শর্মার দখলেই। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। তবে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড অন্য একজনের দখলে। যিনি এখন জাতীয় দলে ব্রাত্য। মনে পড়ে?

ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মার মতো কিংবদন্তিরা রয়েছেন। নতুন প্রজন্মের দুই ব্যাটারও রয়েছেন এই তালিকায়। বর্তমান টেস্ট ক্যাপ্টেন শুভমন গিলও আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন। তেমনই বাঁ হাতি কিপার ব্যাটার ঈশান কিষাণও। ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হায়দরাবাদে ডাবল সেঞ্চুরি করেছিলেন বর্তমান টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রান করেছিলেন। ওডিআইতে তাঁর সর্বাধিক স্কোর।

শুধু ভারতীয়দের মধ্যেই নয়, বিশ্ব ক্রিকেটে দ্রুততম ওডিআই ডাবল সেঞ্চুরিরর রেকর্ড ঈশান কিষাণের দখলে। ২০২২ সালে বাংলাদেশ সফরে এই কীর্তি গড়েছিলেন। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে করেছিলেন ১৩৯ বলে অপরাজিত ২১০ রান। ১০টি ছক্কা এবং ২৪টি বাউন্ডারি মেরেছিলেন। ঈশান কিষাণের আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গেইল। তবে ঈশান কিষাণের পর ডাবল সেঞ্চুরিতে তাঁর কাছাকাছি পৌঁছেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ম্যাক্সি।

বর্তমানে অবশ্য জাতীয় দলে ব্রাত্য় ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে না খেলায় বোর্ডের রোষে পড়েছিলেন। অবশেষে ভারত এ দলে প্রত্যাবর্তন হয়েছিল। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ফের কবে সুযোগ পাবেন, এই নিয়ে প্রশ্ন রয়েইছে।