Digvesh Rathi ভিডিয়ো: পাঁচ বলে পাঁচ উইকেট! পন্থের অস্ত্র দিগ্বেশ রাঠির কামাল

IPL 2025, Lucknow Super Giants: নোটবুক সেলিব্রেশনের কারণে জরিমানাও করা হয়েছে। এরপরও দমানো যায়নি। সানরাইজার্স ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলায়ও জড়ান। যে কারণে এক ম্যাচের নির্বাসনও দেওয়া হয়। সেই দিগ্বেশ রাঠি এ বার তাক লাগানো বোলিং করলেন স্থানীয় টুর্নামেন্টে।

Digvesh Rathi ভিডিয়ো: পাঁচ বলে পাঁচ উইকেট! পন্থের অস্ত্র দিগ্বেশ রাঠির কামাল
Image Credit source: PTI FILE

Jun 16, 2025 | 11:28 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে প্লে-অফে উঠতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস। পুরো টুর্নামেন্টে হতাশ করেছেন ক্যাপ্টেন ঋষভ পন্থও। লিগ পর্বের শেষ ম্যাচে ক্যাপ্টেন দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। রেজাল্ট যাই হোক, লখনউয়ের বড় প্রাপ্তি দিগ্বেশ রাঠির মতো স্পিনার। শুরু থেকেই আলোচনায় ছিলেন। তাঁর পারফরম্যান্সের পাশাপাশি আলোচনা হয়েছে সেলিব্রেশন নিয়ে। নোটবুক সেলিব্রেশনের কারণে জরিমানাও করা হয়েছে। এরপরও দমানো যায়নি। সানরাইজার্স ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলায়ও জড়ান। যে কারণে এক ম্যাচের নির্বাসনও দেওয়া হয়। সেই দিগ্বেশ রাঠি এ বার তাক লাগানো বোলিং করলেন স্থানীয় টুর্নামেন্টে। টানা পাঁচ বলে পাঁচ উইকেট!

আইপিএলে ১৩ ম্যাচ খেলেছিলেন। নিয়েছেন ১৪ উইকেট। লখনউ বোলিং আক্রমণে ধারাবাহিকতা দেখিয়েছেন দিগ্বেশ। ইকোনমি রেটও দুর্দান্ত। স্থানীয় টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ সুপার জায়ান্টসের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে তাঁর বোলিংয়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজেও এক্স হ্যান্ডল থেকে বার্তা দিয়েছেন।

লখনউ এক্স হ্যান্ডল থেকে ক্যাপশন দিয়েছে, ‘দিগ্বেশ রাঠি, ফাইভ স্টার’। অন্য দিকে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, ‘দিগ্বেশ রাঠির বোলিং দেখে উচ্ছ্বসিত। ৫ বলে ৫ উইকেট! ওর প্রতিভার আরও একবার ঝলক দেখা গেল।’ সব মিলিয়ে সাত উইকেট নেন দিগ্বেশ। এর মধ্যে টানা পাঁচ বলে পাঁচ উইকেটও।