MS Dhoni : ট্রফি উঠুক ‘থালা’র হাতে, ফাইনালের আগে ধোনির পুজোয় তাঁর ভক্ত
CSK vs GT, IPL 2023 Final : আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেজে উঠেছে আইপিএলের মেগা ফাইনালের জন্য। রবি-রাতেই পাওয়া যাবে এ বারের আইপিএলের চ্যাম্পিয়ন। ধোনির চেন্নাই নাকি হার্দিকের গুজরাট? বাজিমাত করবে কোন দল?
আমেদাবাদ : চলতি আইপিএল ফাইনালের (IPL Final) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবি-রাতের মহারণের জন্য সেজে উঠেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স (CSK vs GT)। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই শিবিরে যাবে পঞ্চম ট্রফি? নাকি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স পাবে দ্বিতীয় আইপিএল ট্রফি? উত্তর মিলবে আজ রাতেই। আমেদাবাদ খাতায় কলমে হার্দিকের গুজরাটের ঘরের মাঠ। কিন্তু এ বারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্য চিপকই শুধু নয়, ইডেন থেকে শুরু করে চিন্নাস্বামী, সোয়াই মানসিং স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়ামই সবই তাঁর ঘরের মাঠ হয়ে গিয়েছে। আসলে ধোনির প্রতি ভালোবাসা উজাড় করে দিতে প্রত্যেক স্টেডিয়ামেই হলুদ জার্সি পরা মাহি সমর্থকদের ভিড় নজরে পড়েছে। ফাইনালেও যে তেমনটা দেখা যাবে, তা নিয়ে সন্দেহ নেই। মাহি তাঁর একাধিক ভক্তদের কাছে ভগবান। আর ভক্তরাই তো ভগবানের পুজো করেন। ঠিক যেমনটা করলেন ধোনির এক ভক্ত। ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে এক ভক্ত ধোনির পুজো করছেন। তাঁর আরতি করছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে ধোনির এক ভক্ত টেলিভিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে ধোনি কথা বলছেন। সেই সময় তাঁর ভক্ত একটি আরতির থালা হাতে নিয়ে ধোনির পুজো করা শুরু করেন। টেলিভিশন স্ক্রিনের দিকে তিনি ফুলও ছোড়েন। যে ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘বেশিরভাগ মহেন্দ্র সিং ধোনির ভক্তরা তাঁর ম্যাচের আগে যা করেন।’
Average MS Dhoni fan like me before match ?? #CSKvGT #IPLFinal pic.twitter.com/DLOrZPXK90
— VAZY?? (@vazy_7011) May 28, 2023
আজ, রবিবার মহেন্দ্র সিং ধোনি তাঁর আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচে নামতে চলেছেন। এই রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। শুধু তাই নয়, ধোনি আজ রাতে ১১তম আইপিএল ফাইনাল খেলতে নামবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩৫০টি চারের রেকর্ডও গড়ার সামনে রয়েছেন মাহি। এই রেকর্ডের জন্য ধোনির আর প্রয়োজন ১টি চার। রবি-রাতে ধোনি যদি আগে ব্যাট করতে নামেন, (এ বারের আইপিএলে মাহি শেষের দিকে ব্যাটিংয়ে নামছেন) আর ৭০ রান করেন তা হলে এই লিগের ফাইনালে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার হবেন তিনি।