India vs Pakistan : গালে তেরঙ্গা, হৃদয়ে বিরাট কোহলি; চমকে দিলেন পাক তরুণী
বৃষ্টির কারণে শনিবারের ভারত-পাক ম্যাচটি নিষ্ফলা থেকে গিয়েছে। তবে ফলাফল নিয়ে অত মাথাব্যথা নেই পাকিস্তানে তরুণীর। তাঁর আফসোস, বিরাট কোহলিকে নিয়ে।
পাল্লেকেলে : বিরাট কোহলির ফ্যান ফলোয়িংয়ের কোনওকালেই অভাব নেই। বাড়ছে বই কমছে না। পড়শি দেশ পাকিস্তানেও কোহলি ফ্যানদের ছড়াছড়ি। ভারত-পাকিস্তান ম্যাচে শুধুমাত্র বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট, তাঁর সেঞ্চুরির কামনা করে ফ্যানরা স্টেডিয়ামে ভিড় করেন। এমন উদাহরণ পাওয়া গেল এশিয়া কাপে শনিবারের ভারত-পাক ম্যাচে (Ind vs Pak)। এক পাক সুন্দরী তাঁর দেশ থেকে শ্রীলঙ্কায় গিয়েছিলেন শুধুমাত্র বিরাট কোহলির ব্যাটিং দেখবেন বলে। কোহলির ব্যাটে সেঞ্চুরির সাক্ষী থাকবেন বলে। বৃষ্টির কারণে শনিবারের ম্যাচটি নিষ্ফলা থেকে গিয়েছে। তবে ফলাফল নিয়ে অত মাথাব্যথা নেই ওই তরুণীর। তাঁর আফসোস, বিরাট কোহলিকে স্বচক্ষে সেঞ্চুরি করতে দেখতে পারলেন না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হাইব্রিড মোডে চলছে এ বারের এশিয়া কাপ। ভারতীয় দল নিজেদের ম্যাচগুলি খেলছে শ্রীলঙ্কায়। তাই ইচ্ছে থাকলেও পাকিস্তানের মাটিতে কোহলিকে খেলতে দেখার সুযোগ নেই পাক সমর্থকদের। অগত্যা পাকিস্তানের কোহলি অনুরাগীদের পাড়ি দিতে হয়েছে শ্রীলঙ্কায়। পাল্লেকেলে শনিবারের ভারত-পাক ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দেয় বৃষ্টি। ভারতের ইনিংস শেষ হওয়ার পর পাকিস্তান আর ব্যাট করতে নামতে পারেনি। ম্যাচ নিষ্ফলা ঘোষণা করে দেওয়া হয়। পাশাপাশি এদিনের ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকাদের ব্যাট চলেনি। দু’জনকেই ক্লিন বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৪ রান করে কোহলি দ্রুত মাঠ ছাড়ায় শুধু ভারতীয়দের নয়, হৃদয় ভেঙে চুরমার পাকিস্তানের কোহলি ফ্যানদেরও। সংবাদমাধ্যমের সামনে ওই তরুণী বলেন, “আমি শুধুমাত্র বিরাট কোহলির জন্য এসেছিলাম। তাঁর কাছ থেকে সেঞ্চুরি আশা করেছিলাম। আমার হৃদয় ভেঙে গিয়েছে।”
A Pakistan fan came for Virat Kohli said:
“I came only for Virat Kohli, I expected a century from him. My heart is broken”. pic.twitter.com/PTbfhuOT9d
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 3, 2023
তরুণীর দুই গালে দুই দেশের পতাকা আঁকা। ডানদিকে পাকিস্তান ও বাঁ দিকে তেরঙ্গা। আর মুখে বিরাট কোহলির নাম জপ। যদি বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে কী করবেন? পাক তরুণী কোনও দ্বিধা না রেখেই হাসিমুখে ভি সাইন দেখে বলে ওঠেন, ‘অবশ্যই বিরাট কোহলি।’