DC vs KKR, IPL 2023: ‘জেসন অথবা লিটনকে খেলানো হোক’, দিল্লির বিরুদ্ধে নাইট একাদশে পরিবর্তনের দাবি
Jason Roy and Litton Das: দলের সঙ্গে রয়েছেন কেকেআরের দুই বিদেশি জেসন রয় এবং লিটন দাস। কিন্তু এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি তাঁদের।
![DC vs KKR, IPL 2023: 'জেসন অথবা লিটনকে খেলানো হোক', দিল্লির বিরুদ্ধে নাইট একাদশে পরিবর্তনের দাবি DC vs KKR, IPL 2023: 'জেসন অথবা লিটনকে খেলানো হোক', দিল্লির বিরুদ্ধে নাইট একাদশে পরিবর্তনের দাবি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/04/litton-das.jpg?w=1280)
কলকাতা: সপ্তাহ দুয়েক হতে চলল টিমে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই বিদেশি লিটন দাস এবং জেসন রয়। দু’জনে দলে যোগ দেওয়ার পর আরও দুটি ম্যাচ খেলেছে কেকেআর। ঘরের মাঠে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিকে। তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচেও হার। গত মরসুমের মতো এ বারও প্রত্যেকটি ম্য়াচেই ভুগিয়েছে ওপেনিং জুটির ব্য়র্থতা। প্রথম তিন ম্য়াচে কিছুটা ভরসা দিয়েছিলেন বিদেশি ওপেনার রহমানুল্লা গুরবাজ। কিন্তু গত দুটি ম্যাচেই ব্যর্থ হন গুরবাজ। দুটো ম্যাচে গুরবাজের ব্যর্থতার পর লিটন দাস বা জেসন রয়কে খেলানোর জোর দাবি উঠছে। নাইট সমর্থকরা তো বটেই কেকেআরে একাদশে পরিবর্তনের দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর। তার আগে আকাশ চোপড়া বলেছেন, গুরবাজের পরিবর্তে জেসন রয় বা লিটন দাসের মধ্যে একজনকে খেলানো হোক।
সাকিবের পরিবর্তে জেসন রয়কে সই করানোর পরই কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, জেসন রয় ইমপ্য়াক্ট প্লেয়ারের সেরা বিকল্প। এ বার আকাশ চোপড়া বলছেন, “মিডল অর্ডারকে ছন্দে দেখা যাচ্ছে। আমি বলব রহমানুল্লা গুরবাজকে এ বার বিদায় জানাও। সেক্ষেত্রে উইকেটকিপিং করতে হবে এন জগদীশনকে। এদের দুজনের মধ্যে (লিটন বা জেসন) একজনকে ওপেনার হিসেবে নামানো হোক।” তিনি আরও বলেন, “স্বপ্নের মতো ব্যাটিং ভেঙ্কটেশ আইয়ারের। এই স্বপ্ন যেন বজায় থাকে। নীতীশ রানাকেও খুব ভালো লাগছে। রিঙ্কু সিংরা তো রয়েছেই।”
টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দে ছিলেন গুরবাজ। নাইটদের হয়ে ওপেনিংয়ে নেমে ভরসা দিচ্ছিলেন। কাকতালীয়ভাবে জেসন রয় ও লিটন দাস দলে যোগ দেওয়ার পরই তাঁর পারফরম্যান্সে অবনতি ঘটে। পরপর দুটো ম্যাচে দ্রুত আউট হন গুরবাজ। তারপর থেকে বেঞ্চে বসে থাকা দুই বিদেশির মধ্যে একজনকে খেলানোর জোর দাবি উঠছে। বাংলাদেশী ক্রিকেট ফ্যানরা লিটনকে কেকেআরের জার্সিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয়ও সুযোগের অপেক্ষায়। হারের হ্যাটট্রিক রুখতে মরিয়া নাইটদের দলে আজ কি পরিবর্তন দেখা যাবে? কেকেআরের হয়ে মাঠে নামবেন লিটন বা জেসন? গুরবাজের ফর্মহীনতায় দরজা খুলে যেতে পারে তাঁদের সামনে।
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)