দুবাই: পাঁচ বারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার (Australia) শিকেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) এর শিকে কখনও ছেড়েনি। আজ সেই আক্ষেপটা মেটাতেই মাঠে নামতে চান ফিঞ্চরা। এ বারের টি-২০ বিশ্বকাপের আগে অজিদের খুব একটা গুরুত্ব দেয়নি কেউই। ছন্দে না থাকার জন্য ফেভারিটদের তালিকাতেও ওয়ার্নারদের রাখা হয়নি। কিন্তু সেই অস্ট্রেলিয়াই বিশ্বকাপের সুপার-১২ (Super-12) এর এক একটা ম্যাচে জিতে কাপ দখলের ফাইনাল লড়াইয়ে পৌঁছে গিয়েছে। চলতি বছরে ফিঞ্চদের আইসিসির ইভেন্টে খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে অজিরা কিন্তু সকলকে চমকে দিয়েছে। দুরন্ত ছন্দে থাকা বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। এ বার অজিদের সামনে কিউয়ি কাঁটা।
??? ????? ????????? ⏰
Who will win the 2021 ICC Men's #T20WorldCup? pic.twitter.com/28CWAs3gFj
— ICC (@ICC) November 14, 2021
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ফাইনাল ম্যাচের ব্যাপারে ফিঞ্চ বলেন, “এটা অপ্রত্যাশিত ছিল না। আমরা এই টুর্নামেন্টটি জেতার জন্য একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে এখানে এসেছিলাম। আমরা সবসময় অনুভব করেছি যে আমাদের কাছে এটা করার গভীরতা এবং গুণমান রয়েছে। টুর্নামেন্টের আগে আমাদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু আমরা আমাদের পারফরম্যান্স দিয়ে তার উত্তর দিয়েছি।”
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কুড়ি ওভারের ফরম্যাটে কাপ জয়ের স্বাদই পায়নি। তাই আজকের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ অজিরা। নিউজিল্যান্ড কিন্তু চলতি বছরে বেশ ভালো ফর্মে রয়েছে। যা খানিকটা হলেও অজিদের চিন্তার বিষয়। কিন্তু এতদূর এসে কু়ড়ি-বিশের বিশ্বকাপ হাতছাড়া করে যেতে নারাজ ৫ বারের ওয়ান ডে জয়ীরা। টুর্নামেন্টের ইতিহাসকে টেনে নিয়ে ফিঞ্চ বলেন, “অবশ্যই অতীতে আমরা যেটা পারিনি আজ ফাইনালে করে দেখাতে চাই। ভুল শোধরানোর সুযোগ পাচ্ছি আমরা।” প্রতিপক্ষ দলকে সমীহ করে ফিঞ্চ বলেছেন, “এটা একটা দুর্দান্ত ফাইনাল হতে চলেছে। নিউজিল্যান্ড একটা দারুণ দল। ওরা গত ছয় বছরে সমস্ত ফাইনালে উঠেছে। তাই এই ম্যাচটার জন্য অপেক্ষায় রয়েছি। ওদের খাটো করে দেখার কোনও প্রশ্নই ওঠে না। ওরা অভিজ্ঞতার দিক থেকে কিন্তু ভালো জায়গায় রয়েছে। আমি একটুও অবাক নই।”
আরও পড়ুন: T20 World Cup 2021: জেনে নিন টি-২০ বিশ্বকাপের সেরা উইকেটশিকারী বোলারদের তালিকায় কারা আছেন
আরও পড়ুন: T20 World Cup 2021: ৬ বছর আগের ঘা এখনও দগদগে উইলিয়ামসনদের
আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন টুর্নামেন্টের সব থেকে বেশি রান রয়েছে কোন ব্যাটারদের ঝুলিতে