IPL 2022: এ বার আইপিএলে বিরাট কোহলি বিপুল রান করবেন, কে করছেন এমন ভবিষ্যদ্বাণী?

বিরাট কোহলি এ বারের আইপিএল নাকি মাতিয়ে দেবেন, এমনই ভবিষ্যদ্বাণী করছেন তাঁর প্রাক্তন টিমমেট। প্রথম ম্যাচ থেকেই তার ইঙ্গিত দিতে শুরু করেছেন তিনি। কে বিরাটকে নিয়ে এমন কথা বলছেন?

IPL 2022: এ বার আইপিএলে বিরাট কোহলি বিপুল রান করবেন, কে করছেন এমন ভবিষ্যদ্বাণী?
বিরাট কোহলিImage Credit source: RCB Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 10:00 AM

মুম্বই: দেশের হয়ে সব ফর্ম্যাটেই ক্যাপ্টেন্সি ছেড়েছেন। এমনকি, আইপিএলেও নিজের কাঁধ থেকে সরিয়ে ফেলেছেন নেতৃত্বের ধার। এই সিদ্ধান্ত নিয়ে যে ভুল করেননি, তা ক্রিকেট মহলের সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। অনেক খোলা মনে খেলতে পারবেন। দ্রুত খুঁজে পাবেন নিজের পুরনো ছন্দ। আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই সেই ঝলক দেখা গিয়েছে। আর তাই দেখে বিরাটকে (Virat Kohli) নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন তাঁর ভক্তরা। দেশের হয়ে অনেক দিন সেঞ্চুরি পাননি ভিকে। সেই অভাবও কি মিটিয়ে দিতে পারেন? বিরাটেরই প্রাক্তন এক সতীর্থ কিন্তু সেই সম্ভাবনা উস্কে দিচ্ছেন। তিনি কে? এবি ডে ভিলিয়ার্স। ১১ বছর বিরাটের সঙ্গে আরসিবিতে (RCB) খেলেছেন। বিরাট তাঁর বন্ধু। এবিডির (AB de Villiers) কাছ থেকে অনেক কিছু শিখেছেন যে, তা একদিন আগেই এক সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন। তার পরই বিরাটকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন এবিডি।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সবাই জানে যে, ফাফ দু প্লেসি এখন আরসিবির ক্যাপ্টেন। আর তার ফলে বিরাটের কাঁধ থেকে অনেকখানি চাপ সরে গিয়েছে। মাঠে নেমে ও অনেক খোলা মনে খেলতে পারছে। আর সেই কারণেই মনে হচ্ছে, এই মরসুমটা বিরাটের জন্য অন্য রকম হতে চলেছে। আমার তো মনে হচ্ছে, আইপিএলে ৬০০-র বেশি রান করবে বিরাট।’

প্রথম ম্য়াচে বিরাট ২৯ বলে নট আউট ৪১ করেছেন। তবে প্রথম ম্যাচটা আবার হেরে গিয়েছে আরসিবি। এবিডি বলছেন, ‘বিরাট এখন ফাফ-যুগে রয়েছে। ফাফও কিন্তু খুব অভিজ্ঞ ক্রিকেটার। ও বিরাট তো বটেই তরুণ ক্রিকেটারদেরও খোলা মনে ক্রিকেটটা খেলতে দেবে। যাতে আইপিএলটা উপভোগ করতে পারে। আরসিবি কী করতে পারে, তা নিয়ে ভাবছি না। তবে টিমের অনেক ক্রিকেটারই এ বারের আইপিএলে উত্থান হবে।’

আরও পড়ুন: IPL 2022: ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্নে কনওয়েকে কি উত্তর দিয়েছিলেন ধোনি?