AB de Villiers: যে তিন বোলার মিস্টার ৩৬০ ডিগ্রিকেও চাপে ফেলতেন…

বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের তালিকায় তিনি পড়েন। তাঁকে মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়। সেই এবি ডে ভিলিয়ার্সই এ বার তিন বোলারের নাম জানালেন, যাঁদের বিরুদ্ধে খেলার সময় তিনি চাপে পড়তেন।

AB de Villiers: যে তিন বোলার মিস্টার ৩৬০ ডিগ্রিকেও চাপে ফেলতেন...
AB de Villiers: যে তিন বোলার মিস্টার ৩৬০ ডিগ্রিকেও চাপে ফেলতেন...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 6:55 PM

নয়াদিল্লি: বছর পাঁচেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার (South Africa) তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স (AB de Villiers)। অনেক ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারেন না ভক্তরা। তেমনটাই হয়েছিল এবিডির ক্ষেত্রেও। মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছিলেন প্রোটিয়া তারকা এবিডি। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে একাধিক বোলারের বিরুদ্ধে খেলেছেন এবিডি। সেই সময় যে সকল বোলারদের বিরুদ্ধে খেলতে গিয়ে চাপে পড়েছেন প্রোটিয়া তারকা এ বার সে কথাই তুলে ধরেছেন তিনি। জিও সিনেমায় এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পাকে এই নিয়ে জানিয়েছেন এবিডি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের তালিকায় তিনি পড়েন। তাঁকে মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়। সেই এবি ডে ভিলিয়ার্সই এ বার তিন বোলারের নাম জানালেন, যাঁদের বিরুদ্ধে খেলার সময় তিনি চাপে পড়তেন। এই তিন বোলার হলেন – শেন ওয়ার্ন, জসপ্রীত বুমরা ও রশিদ খান। এবিডি প্রথম ওয়ার্নির বোলিংয়ের মোকাবিলা করেছিলেন ২০০৬ সালে। ডেবিউ হওয়ার ২ বছর পর তখনও ওয়ার্নের বলের মুখোমুখি হওয়া এবিডির কাছে সহজ কাজ ছিল না বলেই স্বীকার করেন তিনি।

রবীন উথাপ্পাকে দেওয়া সাক্ষাৎকারে এবিডি আরও জানান, ওয়ার্নার ছাড়াও জসপ্রীত বুমরার মুখোমুখি হওয়াটাও তাঁর কঠিন মনে হত। প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরার বিরুদ্ধে বেশ কয়েকবার খেলেছেন। বুমরার প্রতিযোগী মানসিকতা তাঁর বোলিংয়ে অন্য মাত্রা যোগ করে। মত এবিডির। রশিদের বোলিং নিয়ে আবার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবিডি বলেন, ‘রশিদ খানের বিরুদ্ধে কয়েক বার খেলেছি। ওর বলে ৩টে ছয় মারার পরও ও কিন্তু আউট করার চেষ্টা করে। এই ধরণের বোলাররা, যাদের মুখোমুখি হওয়া কঠিন, তাঁদের আমি যথেষ্ট শ্রদ্ধা করি।’