ABD on Gambhir: ‘কোচ আবেগপ্রবণ হলে…’, গম্ভীরকে নিয়ে এ কী বললেন এবিডি!

দেশের মাটিতে লজ্জাজনক এই হারের পর হেড কোচ গম্ভীরের ভূমিকা নিয়ে ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গম্ভীরের নেতৃত্ব শৈলী নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

ABD on Gambhir: কোচ আবেগপ্রবণ হলে..., গম্ভীরকে নিয়ে এ কী বললেন এবিডি!
গম্ভীরকে নিয়ে কী বললেন এবিডি?Image Credit source: X, PTI

Nov 28, 2025 | 4:25 PM

সময়টা ভাল যাচ্ছে না গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। এমনিতেই তাঁকে অনেকে পছন্দ করেন না। আবার দল হারলে তো কথাই নেই। ঠিক যেমনটা হয়েছে সদ্য, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পর। অনেকে চাইছেন ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরের জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হোক। দেশের মাটিতে লজ্জাজনক এই হারের পর হেড কোচ গম্ভীরের ভূমিকা নিয়ে ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গম্ভীরের নেতৃত্ব শৈলী নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)।

কোচের আবেগ নিয়ে প্রশ্ন তুললেন এবিডি

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় এবি ডি ভিলিয়ার্স টিম ইন্ডিয়ার বর্তমান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন। বহু বছর ধরে গম্ভীরের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কোচ হিসেবে তাঁর আবেগপ্রবণ দিকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডি ভিলিয়ার্স বলেন, “নেতৃত্বের ক্ষেত্রে গৌতম গম্ভীর কেমন, তা আমি ঠিক জানি না। তবে আমি ওকে একজন আবেগপ্রবণ খেলোয়াড় হিসেবেই চিনি। আর ড্রেসিংরুমের ক্ষেত্রেও যদি সেটাই হয়, তবে সাধারণত একজন আবেগপ্রবণ কোচ থাকা ভাল নয়।”

তাঁর মতে, একজন খেলোয়াড় হিসাবে গম্ভীরের যে তীব্র আবেগ ছিল, তা কোচের ভূমিকায় এসে দলের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। এই মন্তব্যের পর ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শুধু সমালোচনা করেই থেমে যাননি ডি ভিলিয়ার্স। তিনি স্পষ্ট করে দেন যে, একজন সফল কোচের জন্য কোনও বাঁধা ধরা নিয়ম নেই।

তিনি বলেন, “আমি বলছি না যে পর্দার আড়ালে ও কেমন কোচ। কোনও সঠিক বা ভুল পদ্ধতি নেই। কিছু খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কেউ কেউ এমন কোচের সঙ্গে কাজ করতে পছন্দ করে যার খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু কোচিংয়ের অনেক বছরের অভিজ্ঞতা আছে।”