কলকাতা: দেশ-বিদেশ জুড়ে রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেখানে একদিকে উঠতি প্রতিভার বিচ্ছুরণ দেখা যায়, অপরদিকে অভিজ্ঞতার দ্যুতিও ছড়িয়ে পড়ে। আইপিএলের মঞ্চে চল্লিশোর্ধ ক্রিকেটাররা কখনও চমক দেখান। আবার কখনও সকলকে তাক লাগিয়ে দেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারও। বয়স স্রেফ সংখ্যা— এই তত্ত্বে অনেকেই বিশ্বাসী। যেমন বিশ্বাসী প্রোটিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB De Villiers)। তিনি মনে করেন, এমন এক ক্রিকেটার রয়েছেন, যিনি আইপিএলে (IPL) চল্লিশের কোঠা পেরিয়ে গেলেও সফল ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। কার কথা বলেছেন এবিডি?
নিজের ইউটিউব চ্যানেলে এবিডি জানান, তাঁর মনে হয় দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসির ৪০ বছর বয়স হলেও তাঁকে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরাবে না আরসিবি। এবিডি নিজেও আরসিবি প্রাক্তনী। এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। তার আগে প্রোটিয়া সুপারস্টার বলেন, ‘বয়স স্রেফ সংখ্যা মাত্র। ওর (ফাফ ডু’প্লেসি) যে ৪০ বছর বয়স, তাতে আমার মনে হয় না কোনও সমস্যা হবে বলে। ও কয়েকটা বছর আরসিবিতে খেলেছে। দলের সকলে ওর সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি এটা বুঝতে পারি যে, ও আরসিবির হয়ে কোনও ট্রফি জিততে পারেনি বলে একটা বাড়তি চাপ রয়েছে। কিন্তু ও একজন অনদব্য প্লেয়ার। আমার মনে হয় অভিজ্ঞতার দিক থেকে বিরাটও ওকেই আরসিবির নেতা হিসেবে দেখতে চাইবে।’
হঠাৎ কেন ফাফ ডু’প্লেসির আরসিবি ক্যাপ্টেন থাকা নিয়ে আলোচনায় নেমেছেন এবিডি? কারণ, সম্প্রতি বার বার শোনা গিয়েছে পঁচিশের আইপিএলে দল বদল হতে পারে রোহিত শর্মার। শুধু তাই নয়, ব্যাঙ্গালোরের একাধিক ভক্ত রোহিতকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখতে চান ১৮তম আইপিএলে। এবিডি মনে করেন, যদি মুম্বই ইন্ডিয়ান্স টিম ছেড়ে আরসিবিতে যান রোহিত, তা হলে সেটা হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার।