Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL: বছরের পর বছর ধরে IPLএ এটা হচ্ছে…, এ কী বললেন এবিডি!

AB De Villiers: আইপিএলে খেলার সুবাদে বিরাট কোহলির সঙ্গে এবি ডে ভিলিয়ার্সের (AB De Villiers) বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। সম্প্রতি এবিডি তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, তিনি মনে করেন আইপিএলের সঙ্গে ইংল্যান্ডের (England) এমন এক ক্রিকেটার যুক্ত যিনি এই টুর্নামেন্ট থেকে বছরের পর বছর বেশি আয় করছেন। কার কথা বলছেন এবিডি?

IPL: বছরের পর বছর ধরে IPLএ এটা হচ্ছে..., এ কী বললেন এবিডি!
IPL: 'ও IPLএ অতিরিক্ত বেতন পায়', কোন ক্রিকেটারের দিকে আঙুল তুললেন এবিডি?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 11:38 PM

নয়াদিল্লি: বিতর্কের ধারে কাছে তিনি থাকেন না। তাঁর দিকে কেউ আঙুল তুলে কিছু বলেনও না। সেই প্রোটিয়া কিংবদন্তি এ বার আঙুল তুললেন আইপিএলে (IPL)। এবিডি নিজে আইপিএলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। আইপিএলে খেলার সুবাদে বিরাট কোহলির সঙ্গে এবি ডে ভিলিয়ার্সের (AB De Villiers) বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। সম্প্রতি এবিডি তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, তিনি মনে করেন আইপিএলের সঙ্গে ইংল্যান্ডের (England) এমন এক ক্রিকেটার যুক্ত, যিনি এই টুর্নামেন্ট থেকে বছরের পর বছর বেশি আয় করছেন। কার কথা বলছেন এবিডি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স সম্প্রতি জানিয়েছেন, তিনি মনে করেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান আইপিএলে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন-উত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর মতে আইপিএলে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়েছে কোন ক্রিকেটারকে। তাঁর উত্তরেই তিনি স্যাম কারানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি বিতর্কিত মন্তব্য করা পছন্দ করি না। কিন্তু আমার মতে, ও (স্যাম কারান) আইপিএলে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছে। ও খারাপ ক্রিকেটার নয়। আমি ওকে পছন্দ করি। একটা বিশ্বকাপে ও দুরন্ত পারফর্ম করেছিল। কিন্তু সেটা কয়েক বছর আগে। তবে আমার মনে হয় না ও আইপিএলে সম্প্রতি ভালো পারফর্ম করেছে। এবং ইংল্যান্ডের হয়েও ওকে সম্প্রতি খুল ভালো পারফর্ম করতে দেখিনি। ও অসম্ভব ভালো কিছু করেছে বলে মনে পড়ে না।’

২০২৪ সালের আইপিএলের নিলামের আগে স্যাম কারানই ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার। এখন অবশ্য তিনি আর আইপিএলের দামি ক্রিকেটার নন। এই তালিকায় তাঁকে টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। চব্বিশের আইপিএলের নিলামে দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি জেরাল্ড কোৎজেকে ৫কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে নিয়ে এবিডি বলেছেন, ‘৬-৭ বছর আগে জেরাল্ড কোৎজের সঙ্গে দেখা হয়েছিল। ওই সময় হয়তো ওর ১৮-১৯ বছর বয়স ছিল। ও বিরাট ইমপ্রেস করেছিল আমাকে। ওর মধ্যে ট্যালেন্ট রয়েছে। ও মুম্বই ইন্ডিয়ান্সে ৫ কোটি টাকায় যোগ দিয়েছে। এটা অনেকটাই অর্থ। কিন্তু যদি অন্যান্য ক্রিকেটারদের দর দেখা হয়, তা হলে এটা যে অনেকটাই কম সেটা বোঝা যাবে।’