Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AB De Villiers: ১০০ মিটার পার করলেই ৬ হোক ৯! ABDর অবাক করা পরামর্শ

এবিডির ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৩২৮টি ছয় এবং ২০০৪টি চার। একাধিক ম্যাচে তিনি যে কতবার ছক্কা হাঁকিয়ে বল মাঠের বাইরে পাঠিয়েছেন, তা বলার মতো নয়। লম্বা ছক্কা হাঁকানোর জন্য তিনি বরাবরই পরিচিত। এ বার প্রোটিয়া কিংবদন্তি একটি ছয় ১০০ মিটার পার করলেই ৯ রান দেওয়ার পরামর্শ দিলেন।

AB De Villiers: ১০০ মিটার পার করলেই ৬ হোক ৯! ABDর অবাক করা পরামর্শ
১০০ মিটার পার করলেই ৬ হোক ৯! ABDর অবাক করা পরামর্শ
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 2:08 PM

কলকাতা: ২২ গজের এমন কোনও জায়গায় নেই, যেখানে তাঁর পাঠানো বল পৌঁছায়নি। যে কারণে বিশ্ব ক্রিকেটে তিনি পরিচিতি পেয়েছিলেন মিস্টার ৩৬০ ডিগ্রি নামে। নতুন করে ক্রিকেট প্রেমীদের তাঁর সঙ্গে পরিচয় করানোর কিছু নেই। তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স (AB De Villiers)। তাঁর মতো বিধ্বংসী ব্যাটারের সামনে বাঘা বাঘা বোলাররা মাথা চাপড়েছেন। সেই এবিডির ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৩২৮টি ছয় এবং ২০০৪টি চার। একাধিক ম্যাচে তিনি যে কতবার ছক্কা হাঁকিয়ে বল মাঠের বাইরে পাঠিয়েছেন, তা বলার মতো নয়। লম্বা ছক্কা হাঁকানোর জন্য তিনি বরাবরই পরিচিত। এ বার প্রোটিয়া কিংবদন্তি একটি ছয় ১০০ মিটার পার করলেই ৯ রান দেওয়ার পরামর্শ দিলেন।

ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কেভিন পিটারসেন সোশ্যাল মিডিয়া সাইট X এ সম্প্রতি লিখেছিলেন, ‘২ বছর আমি ধারাভাষ্যে উল্লেখ করেছি যে, আমি মনে করি একজন ব্যাটার যদি ১০০ মিটারের বেশি ছক্কা মারেন, তা হলে তাঁর ১২ রান পাওয়া উচিত। সেই নিয়ম আসতে চলেছে…….’ কেপির ওই X বার্তায় প্রাক্তন প্রোটিয়া তারকা এবিডি লিখেছেন, ‘এটা ভালো পরামর্শ। আমিও ২টো বিষয় বলতে চাই: ১. ১২ রান অনেকটাই বেশি। আমি মনে করি ৮ বা ৯ রান (৬ এর বদলে) হওয়া ভালো। হঠাৎ করেই ৪ থেকে ৬ থেকে ১২ রানে যাওয়া যাবে না। ২. আমি আগেও বলেছি, এখনও বলছি দূরত্বের (গল্ফের মতো) দিক থেকে আমাদের আরও নির্ভুল হতে গেলে তেমন প্রযুক্তি ব্যবহার করতে হবে। একজন দূরত্ব মেপে বলবে, যুগ যুগ ধরে এটা আমাকে বিরক্ত করেছে।’

শুধু ছক্কার জন্য অতিরিক্ত রানের পরামর্শই দেননি এবিডি, সঙ্গে ডিআরএসের জন্যও নিজের ভাবনা জানিয়েছেন। তিনি ডিআরএস নিয়ে একটি পরামর্শ দিয়েছেন। বর্তমানে থার্ড আম্পায়ার ডিআরএস চেক করে সিদ্ধান্ত জানান। কিন্তু এবিডির মতে, কমেন্ট্রি বক্সে থাকা ৩ ধারাভাষ্যকার টেলিভিশন রিপ্লেতে দেখে ডিআরএস সম্পর্কিত সিদ্ধান্ত দিলে, সেটা আরও অভিনব হবে। জনসাধারণের সঙ্গেও কথা বলা যেতে পারে।