Axar Patel: ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ব্যস্ত ছিলাম’, DC-র ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে বড় ঘোষণা অক্ষর প্যাটেলের

Mar 14, 2025 | 1:27 PM

DC, IPL 2025: ২০২৫ এর আইপিএলে অক্ষর প্যাটেল হয়েছেন দিল্লির নতুন নেতা। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এ বার নজর আইপিএলের সোনালি ট্রফিতে। গুরুদায়িত্ব পেয়ে কী কী বললেন ভারতীয় ক্রিকেটের বাপু?

Axar Patel: চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ব্যস্ত ছিলাম, DC-র ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে বড় ঘোষণা অক্ষর প্যাটেলের
CT জিততে ব্যস্ত ছিলাম... DC-র দায়িত্ব পেয়ে বড় ঘোষণা অক্ষর প্যাটেলের
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: জাতীয় দলে দায়িত্ব এবং গুরুত্ব বেড়েছে। ইংল্যান্ড সিরিজে ছিলেন সহ-অধিনায়কও, এ বার দিল্লি ক্যাপিটালসের ফুল-টাইম ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেন তিনি। কথা হচ্ছে, ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (Axar Patel) নিয়ে। ৭ বছর ধরে দিল্লি ক্যাপিটালস পরিবারের সদস্য অক্ষর। ধীরে ধীরে দলের ভরসার পাত্র হয়ে উঠেছেন তিনি। যে কারণে ২০২৫ এর আইপিএলে (IPL) অক্ষরই হয়েছেন দিল্লির নতুন নেতা। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এ বার নজর আইপিএলের সোনালি ট্রফিতে। গুরুদায়িত্ব পেয়ে কী কী বললেন অক্ষর প্যাটেল?

দিল্লি ক্যাপিটালস শুক্রবার দলের অধিনায়কের নাম অফিসিয়ালি ঘোষণা করেছে। টিমের দায়িত্ব নিয়ে অক্ষর প্যাটেল সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার কাছে গর্বের বিষয়। টিমের মালিক ও সাপোর্ট স্টাফদের আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই।”

এই খবরটিও পড়ুন

অক্ষর দিল্লির ভক্তদের আবেগের কথা তুলে ধরে বলেন, “ফ্যানদের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। ৭ বছর ধরে আমি দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে রয়েছি। এই টিমটার সমর্থকরা খুব ভালো। দলের প্লেয়ারদের পাশে বরাবর থাকেন। আমাদের তাঁরা সব সময় তাতান। ভক্তরা ছোট ছোট উপহার পাঠান আমাদের। আমরা সেগুলো পাই। ওদের ভালোবাসা প্রকাশ করার ধরণও বেশ ভালো। কখনও তাঁরা ছোট্ট বার্তা পাঠিয়ে দেন আমাদের জন্য। তাঁরা হয়তো জানেন না, তবে এটা আমি বলছি, আমরা এই খবরগুলো জানতে পারি। সকলের সঙ্গে সব সময় আলাদা করে দেখা হয় না আমাদের। কোনও কোনও সময় ফ্যানদের সঙ্গে দেখা করার, কথা বলার সুযোগ পাই। এমন নয় যে সকলের সঙ্গে দেখা করতে চাই না। এটা পারি না বলে আমি দুঃখিত।”

নতুন দায়িত্ব পেয়ে সকলকে পাশে থাকার কথা বলেছেন ভারতীয় ক্রিকেটের বাপু, অক্ষর। তিনি বলেন, “ফ্যানদের জন্য বলব, আপনাদের বাপু দলের একটা নতুন দায়িত্ব পেয়েছে। আমি চাই আপনারা আমার সঙ্গে থাকুন। আর আপনারা যদি এ ভাবেই আমাদের সমর্থন করতে থাকেন, তা হলে আশা করছি নতুন ভূমিকায়, নতুন ট্রফিও আমাদের শিবিরেই আসবে।”