Babar Azam: বিশ্বকাপে চরম ব্যর্থতা! তাও বাবরের পাশে দাঁড়ালেন পাক কোচ
ICC World Cup 2023: টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করলেও, শেষটা হল হার দিয়ে। ক্রিকেটের নন্দনকাননে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারল পাকিস্তান। অবশ্য টস হারার পরই পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনার সলিলসমাধি হয়েছিল। টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের কম সমালোচনা হয়নি। তবে সব থেকে বেশি সমালোচনার তির এসেছে পাক অধিনায়ক বাবর আজমের দিকে। অবশ্য এ বারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরও দলের কোচ মিকি আর্থার বাবর আজমের পাশেই দাঁড়াচ্ছেন।
কলকাতা: ভারতের মাটিতে এ বারের মতো বিশ্বকাপ সফর শেষ হল বাবর আজমের পাকিস্তানের। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করলেও, শেষটা হল হার দিয়ে। ক্রিকেটের নন্দনকাননে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারল পাকিস্তান। অবশ্য টস হারার পরই পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনার সলিলসমাধি হয়েছিল। টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের কম সমালোচনা হয়নি। তবে সব থেকে বেশি সমালোচনার তির এসেছে পাক অধিনায়ক বাবর আজমের দিকে। অবশ্য এ বারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরও দলের কোচ মিকি আর্থার বাবর আজমের পাশেই দাঁড়াচ্ছেন। শনিবার ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে যে কারণে বাবরের পাশেই দাঁড়ালেন মিকি। কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠতেই মিকি বলেন, ‘আমাদের দলটা শক্তিশালী। আমরা সকলেই সকলের পাশে সব সময় থাকার চেষ্টা করি। বাবর আজম আমার খুব কাছের। ও দারুণ ব্যাটার। ও প্রতিদিন নেতৃত্ব দেওয়া শিখছে। আমরা ওকে সাহস জোগাচ্ছি। ও দারুণ ব্যাটার ঠিক, কিন্তু নেতৃত্ব দেওয়াটা খুব আলাদা। তাই ওকে সময় দেওয়া উচিত। যদি কেউ ভুল থেকে শিক্ষা নেয়, তা হলে তো কোনও ভুল করা অন্যায় নয়। বাবর যখন ভুল সিদ্ধান্ত নেয়, তা থেকে শিক্ষাও নেয়। এ বারের বিশ্বকাপে দলগত দিক থেকেও আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য সেখান থেকে সকলেই শিক্ষা নিয়েছে।’
বাবরদের বিশ্বকাপ সফর শেষ হয়েছে গ্রুপ পর্বে পঞ্চম স্থানে। এই নিয়ে মিকির বক্তব্য, ‘আমরা পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে শেষ করেছি কারণ আমরা এ বারের বিশ্বকাপে সেই মতোই ক্রিকেট খেলেছি। পাকিস্তান যে ব্র্যান্ডের ক্রিকেট খেলে তার জন্য দু’জন প্রকৃত স্পিনার প্রয়োজন। এ বারের বিশ্বকাপে পাকিস্তান নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি। আমাদের পরিকল্পনাতে আরও উন্নতির জায়গা রয়েছে। নাসিম শাহকে না পাওয়াটা বড় ফ্যক্টর অবশ্যই হয়েছে। যে টিমগুলো সেমিফাইনালে উঠেছে। ওরা নিয়মিত ৩৫০র মতো রান করেছে। যেটা পাকিস্তান করতে পারেনি। যে টিম ধারাবাহিক পারফর্ম করবে তারা সেমিফাইনালে যাবে।’