AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Women’s T20 WC 2024: আশ্চর্য ঘটনা মেয়েদের ক্রিকেটে, ভারত আজ পাকিস্তানের সাপোর্টার!

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিদের কাছে হারার পর টিম ইন্ডিয়ার ভাগ্য এখন পাক ক্রিকেট টিমের হাতে। আজ, সোমবার সন্ধেয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামবে পাকিস্তান (Pakistan)। আর সেখানেই পাকিস্তানকে সমর্থন করবেন ভারতীয়রা।

ICC Women's T20 WC 2024: আশ্চর্য ঘটনা মেয়েদের ক্রিকেটে, ভারত আজ পাকিস্তানের সাপোর্টার!
ICC Women's T20 WC 2024: আশ্চর্য ঘটনা মেয়েদের ক্রিকেটে, ভারত আজ পাকিস্তানের সাপোর্টারImage Credit: @T20WorldCup
| Updated on: Oct 14, 2024 | 5:06 PM
Share

কলকাতা: শারজায় অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে হরমনপ্রীত কৌরের ভারত (India)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিদের কাছে হারার পর টিম ইন্ডিয়ার ভাগ্য এখন পাক ক্রিকেট টিমের হাতে। আজ, সোমবার সন্ধেয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামবে পাকিস্তান (Pakistan)। আর সেখানেই পাকিস্তানকে সমর্থন করবেন ভারতীয়রা। এমনটাই বলা হচ্ছে ক্রিকেট মহলে। কারণ পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভবনা থাকবে। এই পরিস্থিতিতে ভারতীয় মহিলা ক্রিকেটার মোনা মেশরমও বলেছেন, ‘প্রথম বার ভারত পাকিস্তানকে সমর্থন করতে চলেছে।’

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেশের তারকা ক্রিকেটার মোনা মেশরম জানান, তাঁর মনে হয় পাকিস্তান নিউজিল্যান্ডকে আজ হারিয়ে ভারতের জন্য সেমিফাইনালের দরজা খুলে দেবে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘এই প্রথম বার এমনটা হতে চলেছে যে পাকিস্তানকে সমর্থন করবে ভারত। পাকিস্তান জিতলে ভারতের জন্য রাস্তা তৈরি হবে। শুধু আমিই নই, আজ সকল ভারতীয় পাকিস্তানের জন্য প্রার্থনা করবে। পাকিস্তান প্লিজ নিউজিল্যান্ডকে হারিয়ে দিও।’

শুধু পাকিস্তানকে সমর্থন করার কথা বলেই থেমে যাননি মোনা। তিনি বলেন, ‘আমি চাই ভারত সেমিফাইনালে উঠুক। আমার মনে হচ্ছে পাকিস্তান হারিয়ে দিতে পারবে নিউজিল্যান্ডকে। সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের প্রচুর সমর্থক রয়েছে, তাঁরা ওদের আত্মবিশ্বাস বাড়াবে।’

গ্রুপ এ-র শেষ ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড টিম জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে। আর যদি পাকিস্তান জেতে তা হলে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন দলেরই পয়েন্ট একই হবে। পাকিস্তানের নেট রান রেট মাইনাসে থাকাক জন্য ভারতের শেষ চারে ওঠার সুযোগ থাকবে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তা হলে ভারতের জন্য কোনও অঙ্ক নেই। মরুশহর থেকে খালি হাতে ফিরতে হবে হরমনপ্রীত-স্মৃতিদের।