কলকাতা: দীর্ঘ ৩৬ বছর পর টিম ইন্ডিয়াকে ভারতের (India) মাটিতে টেস্ট ম্যাচে হারাল নিউজিল্যান্ড (New Zealand)। কিউয়িরা ৮ উইকেটে বেঙ্গালুরু টেস্ট জিতেছে। এই ম্যাচ হেরেও কিন্তু লজ্জিত নয় রোহিত ব্রিগেড। প্রথম টেস্টের শেষে প্রেস কনফারেন্সে এসে সে কথাই জানালেন হিটম্যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার লড়াকু মানসিকতা ভালোই ফুটে উঠল। ম্যাচের ফলাফল ভারতের পক্ষে না গেলেও, রোহিত শর্মা (Rohit Sharma) এই টেস্টে দলের পারফরম্যান্সে খুশি। তিনি জানান, ভারতীয় টিমের ক্রিকেটাররা ছোট ছোট ভুল করেছে। আর কিউয়িরা ভালো খেলেছে, ম্যাচ জিতেছে। বেঙ্গালুরু টেস্টের পর আর কী কী বললেন হিটম্যান?
ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে রোহিত বলেন, ‘আমরা ছোট ছোট ভুল করেছি, তার ফল ভুগলাম। এর মানে এই নয় যে সব শেষ হয়ে গেল। আমরা আগেও এ ভাবে প্রথম টেস্টে হেরেছি। আবার ঘুরে দাঁড়িয়েছি। ফলে এই হার থেকে এগিয়ে যেতে চাই। এ বার পুনে গিয়ে ভাবব কী ভাবে আমরা পরের টেস্টে ঘুরে দাঁড়াব।’
৪৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ভারত। এরপর কিউয়িদের বিরুদ্ধে ৩৫৬ রানের লিড কমাতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করেন পন্থ-সরফরাজরা। দলের এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেন, ‘আমাদের দল বরাবর পাল্টা লড়াই করতে চায়। কঠিন পরিস্থিতিতেও প্রতিপক্ষকে সহজে জমি ছাড়তে চাই না আমরা। দলের সকলের মাইন্ডসেট ক্লিয়ার ছিল। প্লেয়াররা খোলা মনে খেলেছে।’
বেঙ্গালুরু টেস্টে হার নিয়ে বেশি ভাবতে চান না রোহিত। ভালো বিষয়গুলো তুলে নিয়ে এগিয়ে যেতে চান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো খেলতে পারিনি। তাই দ্বিতীয় ইনিংসে বেশি রান তোলাই আমাদের লক্ষ্য ছিল। আমি আশা করিনি ৫০ রানের মধ্যে আমরা অল আউট হয়ে যাব। ওরা বোলিং দারুণ করেছে। এমনটা খেলাতে হতেই পারে। আমরা রেজাল্ট আমাদের পক্ষে করার কথা ভেবেই মাঠে নেমেছিলাম। আজদের দিনটা আমাদের ছিল না। ওরা ভালো খেলেছে, তার পুরস্কার পেয়েছে।’