Rohit Sharma: শেষ বেলাতেও দ্রাবিড়-রোহিতের ছক্কা, বোর্ডের দেওয়া ৫ কোটির বোনাস কী করলেন বিশ্বজয়ী ক্যাপ্টেন?
T20 World Cup 2024: টিম ইন্ডিয়া এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বোর্ডের পক্ষ থেকে ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। ভারতীয় টিমের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে তা ভাগ করার কথা ছিল

কলকাতা: ভারতীয় টিমে ভেদাভেদ নেই। রয়েছে মিলে মিশে থাকা অভ্যেস। টিম ইন্ডিয়ায় দ্রাবিড় যুগের অবসান হল। তাঁর বিদায় বেলায় টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে। এ বার গৌতম গম্ভীরের জমানা শুরু হওয়ার পালা। তার আগে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এক বড় মনের পরিচয় দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে ভারতের বিশ্বজয়ী কোচকে ৫ কোটি টাকা বোনাস দেওয়া হয়েছিল। দ্রাবিড় অবশ্য তা নিতে অস্বীকার করেন। কারণ, তাঁর অন্যান্য সাপোর্ট স্টাফরা পেয়েছেন ২.৫ কোটি টাকা। যে কারণে তিনিও জানান, আড়াই কোটি টাকাই নেবেন। এ বার দ্রাবিড়ের দেখানো পথেই হাঁটালেন ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma)।
টিম ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পর বোর্ডের পক্ষ থেকে ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। ভারতীয় টিমের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে তা ভাগ করার কথা ছিল। দৈনিক জাগরণের এক রিপোর্ট অনুযায়ী, সাপোর্ট স্টাফদের বোনাসের পরিমাণ দেখে খুশি হননি রোহিত শর্মা। যে কারণে তিনি তাঁর জন্য বরাদ্দ ৫ কোটি টাকা নিতে অস্বীকার করেন। এবং তিনি বোর্ডকে জানান, ওই ৫ কোটি টাকা যেন সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়।
বার্বাডোজ থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার সময় চার্টার্ড ফ্লাইটেই রোহিত সাপোর্ট স্টাফদের এক সদস্যকে জানিয়েছিলেন, এই আর্থিক পুরস্কার বন্টনের পরিমাণ নিয়ে খুশি নন। হিটম্যানের দাবি ছিল সকলকে সম পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়া উচিত ছিল। দ্রাবিড়ের পর রোহিতের এই পদক্ষেপ নিয়ে বেশ চর্চা চলছে।





