RCB, IPL 2025: মুষড়ে পড়ছেন না রজত, দল হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি RCB ক্যাপ্টেন

প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গালুরু। ৯ উইকেট হারিয়ে পঞ্জাবকে মাত্র ৯৬ রানের লক্ষ্য দেন রজতরা। যা ১১ বল বাকি থাকতেই পূরণ ফেলে পঞ্জাব। এই হারে অবশ্য মুষড়ে পড়ছেন না রজত। 

RCB, IPL 2025: মুষড়ে পড়ছেন না রজত, দল হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি RCB ক্যাপ্টেন
মুষড়ে পড়ছেন না রজত, দল হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি RCB নেতাImage Credit source: BCCI

Apr 19, 2025 | 2:49 PM

চলতি মরসুমে একটা ম্যাচে বেঙ্গালুরু জিতছে, তো একটা ম্যাচে হারের মুখ দেখছে। এরইমাঝে এ বারের আইপিএলে আরসিবি টানা ৩টে ম্যাচ ঘরের মাঠে হারল। শুক্রবার রাতে চিন্নাস্বামীতে বৃষ্টির জন্য ম্যাচ ২০ ওভারের বদলে ১৪ ওভারের করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গালুরু। ৯ উইকেট হারিয়ে পঞ্জাবকে মাত্র ৯৬ রানের লক্ষ্য দেন রজতরা। যা ১১ বল বাকি থাকতেই পূরণ ফেলে পঞ্জাব। এই হারে অবশ্য মুষড়ে পড়ছেন না রজত পাতিদার (Rajat Patidar)।

ম্যাচের শেষে আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার জানান যে, তাঁদের ব্যাটিং পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো ছিল না। পার্টনারশিপ তৈরি হয়নি। দ্রুত উইকেটের পতন হয়েছে। তিনি এও জানান যে, দলের বোলিং ইউনিট শক্তিশালী ছিল, ব্যাটারদের উদ্দেশ্যও ঠিক ছিল, ভালো পারফরম্যান্স না হলেও, এই চেষ্টাতে তিনি খুশি।

ম্যাচের পর পাতিদার বলেছেন, ‘বৃষ্টি হওয়ায় পিচে বল থমকে আসছিল। বলের আচরণ ঠিক বোঝা যাচ্ছিল না। ব্যাটারদের মনোভাব ঠিক ছিল। আশা করি ভবিষ্যতেও একই থাকবে। তবে পিচ খারাপ থাকলেও ব্যাটিং ইউনিট আরও ভালো পারফর্ম করতে পারত।’

দেবদত্ত পাড়িক্কালকে একাদশে না রাখার কারণ জানতে চাইলে রজত জানান, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘পরিস্থিতি অনুযায়ী আমরা বদল এনেছি। উইকেট খুব খারাপ ছিল না, দীর্ঘক্ষণ পিচ কভারের নীচে ঢাকা ছিল। ওদের (পঞ্জাব) বোলাররা সুবিধা পেয়েছে, আর কাজে লাগিয়েছে। পুরো কৃতিত্ব পঞ্জাবের বোলারদের। পিচ যেমনই হোক না কেন, আমাদের ভালো ব্যাটিং করতে হত এবং জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে হবে।’