Team India: জুটিতে চলল অনুশীলন, ভারতের এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের প্রথম দিন যা যা হল…

Asia Cup 2023: আসন্ন এশিয়া কাপের জন্য বেঙ্গালুরুর আলুরে চলছে মেন ইন ব্লু-র প্রস্তুতি শিবির। এই শিবির চলবে ২৯ সেপ্টেম্বর অবধি।

Team India: জুটিতে চলল অনুশীলন, ভারতের এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের প্রথম দিন যা যা হল...
জুটিতে চলল অনুশীলন, ভারতের এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের প্রথম দিন যা যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 6:45 PM

বেঙ্গালুরু: এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বিরাট-রোহিতদের জন্য বেঙ্গালুরুর ঠিক কিছুটা দূরে আলুরে এক প্রস্তুতি শিবির চলছে। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ভারতের প্রস্তুতি শিবিরের ঝলক তুলে ধরা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, আজ, ২৫ অগস্ট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আয়োজিত শিবিরে সকাল ১০টার দিকে ওয়ার্ম আপ করা শুরু করেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মোট ৬ ঘণ্টা অনুশীলন করেন রোহিত-বিরাট-শ্রেয়সরা। আর কী কী হল ভারতীয় টিমের (Team India) প্রথম দিনের অনুশীলনে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বেঙ্গালুরুতে এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের প্রথম দিন যা যা হল…

  1. মোট ৬ ঘণ্টা অনুশীলন পর্ব হয়েছে।
  2. প্রায় ১ ঘণ্টা করে একসঙ্গে অর্থাৎ জুটিতে ব্যাটিং অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। যেমন- রোহিত শর্মা ও শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজাকে জুটিতে ব্যাটিং প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে।
  3. নেটে প্রায় ১ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন শ্রেয়স আইয়ার।
  4. সাই কিশোর এবং কুলদীপ যাদব অনেকটা সময় ধরে বিরাট কোহলিকে বল করেছেন।
  5. মহম্মদ সিরাজ বোলিং অনুশীলন করেছেন।
  6. মেন ইন ব্লু-র এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের প্রথম দিনে ১০-১২ জন নেট বোলার উপস্থিত ছিলেন।
  7. মহম্মদ সিরাজ, মহম্মদ সিরাজরা বোলিং অনুশীলন করেছেন। পাশাপাশি একাধিক নেট বোলার বিরাট-রোহিতদের প্রস্তুত হতে সাহায্য করেছেন। যেমন- অনিকেত চৌধুরী, রাহুল চাহার, সাই কিশোরদের নেটে বল করতে দেখা গিয়েছে।

২৯ সেপ্টেম্বর অবধি এই প্রস্তুতি শিবির চলবে। লোকেশ রাহুলকে এই প্রস্তুতি শিবিরে বেশ উজ্জ্বল দেখিয়েছে। যদিও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হওয়ার দিন নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, অল্প চোট থাকার কারণে সম্ভবত প্রথম ম্যাচে কেএল রাহুলকে খেলতে দেখা যাবে না।

সম্প্রচারকারী চ্যানেল মারফত জানা গিয়েছে, ২৫ অগস্ট সকাল থেকে এনসিএ ট্রেনারের তত্ত্বাবধানে লোকেশ রাহুল অনুশীলন করেছেন। অনুশীলন সেশনে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন রাহুল। KSCA এর মাঠে প্রায় ১ ঘণ্টা ব্যাটিং করেছেন লোকেশ। ফলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ অগস্ট রাহুলকে মাঠে নামতে দেখলে অবাক হওয়ার থাকবে না।