কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) দামামা বেজে গিয়েছে। ভারতের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আর এক মাসও বাকি নেই। এই আবহে দেশের মাটিতে টিম ইন্ডিয়া কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হেরেছে। আর সুদূর অস্ট্রেলিয়ায় বসে এর মধ্যে ভারতকে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে হারানোর ছক করছেন অজি নেতা। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ও সফল অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর নেতৃত্বে অজি ক্রিকেট টিম অ্যাসেজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জিতেছে। কিন্তু এখনও ক্যাপ্টেন কামিন্স মনে করেন তাঁর বায়োডাটাতে কিছু একটা মিসিং। আর সেটা হল ভারতের বিরুদ্ধে একটা টেস্ট সিরিজ জয়। ৩১ বছর বয়সী অজি পেসার এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়াকে হারাতে চান। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ। যা শুরু হবে পারথে। অজি অধিনায়কের মাথায় এখন কী ঘুরছে?
ভারত গত ১০ বছরে বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের মুখ দেখেনি। তার মধ্যে শেষ দুই অজি সফরে ভারতীয় দল টেস্ট সিরিজও জিতেছিল। এ বার রেজাল্ট আলাদা করতে চায় অস্ট্রেলিয়ান টিম। সম্প্রতি অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফি জিততে চাই আমরা। বিশেষ করে দেশের মাটিতে। যখনই ঘরের মাঠে খেলি অস্ট্রেলিয়ানরা এমনকি আমিও আশা করি আমরা ভালো খেলব।’
ভারতের শেষ দুই অজি সফরের ফলাফল মনে রেখেছেন প্যাট কামিন্সও। তিনি বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ২টো টেস্ট সিরিজ হেরেছি। এ বারের টেস্ট সিরিজটা তাই বড় ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের মনে হয় দল ভালো অবস্থায় রয়েছে। তাই ভালো পারফর্ম না করার মতো কোনও কারণ আমাদের সামনে নেই। আমরা যে দলের বিরুদ্ধেই খেলি না কেন, চাই যেন ভালো খেলি। তবে ভারতের মতো দলের জন্য বছরটা বিরাট বড়, মরসুমটাও বিরাট বড়।’
অতীতে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেললেও এ বার রোহিত ব্রিগেডকে চুপ করিয়ে দিতে চাইছেন কামিন্স। তিনি বলেন, ‘আমি মনে করি যে কোনও দল যখন চাপের মধ্যে থাকে, তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে খেলাটা খারাপ হবে। ওরা আগেও অস্ট্রেলিয়ায় এসেছে। ভালো পারফর্ম করেছে। এ বার আমাদের কাজ ওদের চুপ করিয়ে দেওয়া। দেখা যাক কী হয়।’