Rohit Sharma: বক্সিং ডে টেস্টের আগে চাপে হিটম্যান, পার্ট টাইম বোলারের কাছে নাস্তানাবুদ রোহিত শর্মা!

Watch Video: চোট আতঙ্ক কেটে গেলেও রোহিতের চিন্তা কিন্তু কাটছে না। কারণ, বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনের সময় পার্ট টাইম বোলারের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে রোহিতকে। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Rohit Sharma: বক্সিং ডে টেস্টের আগে চাপে হিটম্যান, পার্ট টাইম বোলারের কাছে নাস্তানাবুদ রোহিত শর্মা!
Rohit Sharma: বক্সিং ডে টেস্টের আগে চাপে হিটম্যান, পার্ট টাইম বোলারের কাছে নাস্তানাবুদ রোহিত শর্মা! Image Credit source: Rohit Sharma X
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 12:53 PM

কলকাতা: আর দিনদু’য়েক পর মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট। তার আগে রবিবার ভারতীয় ক্রিকেট প্রেমীদের উদ্বেগ বাড়িয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমসিজিতে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি। বাঁ হাঁটুতে তাঁর চোট লেগেছিল। অনুশীলন থামিয়ে আইস প্যাক হাঁটুতে বেঁধে রোহিতকে বসে থাকতেও দেখা গিয়েছিল। পরে বাংলার তারকা পেসার আকাশ দীপ প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, রোহিতের যে চোট লেগেছে, তা ক্রিকেটে স্বাভাবিক। সেটা নিয়ে চিন্তার কিছু নেই। বক্সিং ডে টেস্ট খেলতেও রোহিতের সমস্যা হবে না বলেছিলেন আকাশ। চোট আতঙ্ক কেটে গেলেও রোহিতের চিন্তা কিন্তু কাটছে না। কারণ, বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনের সময় পার্ট টাইম বোলারের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে রোহিতকে। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবার সকাল সকাল নেটদুনিয়ায় ঘুরছে রোহিতের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে নেটে তিনি দেবদত্ত পাড়িক্কালের ডেলিভারি সামলাতে সমস্যায় পড়ছেন। দেবদত্ত অফ-স্পিন বোলিং করেন। তবে তিনি নিয়মিত বোলিং করেন না। প্রতিযোগিতামূলক ক্রিকেটে কখনও উইকেট পর্যন্ত নেননি দেবদত্ত। সেই তিনিই কিনা রোহিতকে বল করে চাপে ফেলে দিলেন। দেবদত্তর ডেলিভারি দেখে মনে হচ্ছিল, তিনি রোহিতকে এলবিডব্লিউ আউট করেছেন।

এই খবরটিও পড়ুন

এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে রোহিত শর্মার ব্যাটে রানের খরাই দেখা গিয়েছে। পারথ টেস্টে তিনি খেলেননি। সেই সময় ছিলেন তিনি পিতৃত্বাকালীন ছুটিতে। এরপর অ্যাডিলেডে দিনরাতের টেস্টে ফেরেন রোহিত। দুই ইনিংসে করেন ৩ ও ৬। আর ব্রিসবেনে প্রথম ইনিংসে করেন ১০। এই রান রোহিতের নামের পাশে বেমানান। বক্সিং ডে টেস্টের আগে নেটেও তাঁকে ছন্দে দেখা যাচ্ছে না। যে কারণে ভারতীয় শিবিরেও চাপ বাড়ছে।