
চুল তার কবেকার… যাঁদের উজ্জ্বল, সুন্দর চুল হয়, তাঁদের জন্য অনেক সময় জীবনানন্দ দাশের বনলতা সেনের এই লাইন বলা হয়ে থাকে। শুধু মহিলাদেরই চকচকে চুল হয়, তেমনটা নয়। অনেক পুরুষেরও চুল খুব আকর্ষণীয় হয়। ভারতের তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল নিজে মনে করেন, তাঁর চুলও বেশ সুন্দর। এ বার অক্ষরের চকচকে চুলের রহস্য ফাঁস করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। কী বলেছেন তিনি?
আজ, বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের আগে নেটদুনিয়ায় ঘুরছে এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, মাঠের মাঝখানে অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসন একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। সেখানে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে বলতে শোনা যায়, ‘ছেলেবেলা থেকেই আমি চুলের যত্ন নিয়েছি। চুলের কোনও পণ্য ব্যবহার করিনি। বরং একদিন পর পর চাম্পি করতাম।’ উল্লেখ্য, চাম্পি হল চুলে ম্যাসাজ। এটি করলে মাথা হালকা লাগে। মাথার পেশিতে ঠিক করে রক্ত চলাচল করে।
অক্ষরের কথা শেষ হতে না হতেই সঞ্জু বলতে শুরু করেন, ‘প্রতি মাসে আমি ওকে নারকেল তেল পাঠাতাম। হ্যাঁ কেরালা থেকে।’ ব্যস পিঙ্ক আর্মির অধিনায়কের কথা শেষ হতেই দু’জনে হাসতে শুরু করেন। বোঝাই যাচ্ছিল, তাঁরা মজা করেই কথাগুলো বলছিলেন। ২১ সেকেন্ডের ওই ভিডিয়োটি রাজস্থান রয়্যালস তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। এবং ক্যাপশনে লেখা রয়েছে, ‘লভ ইজ ইন দ্য হেয়ার।’
Love is in the hair 😂💗 pic.twitter.com/y37Zg7OWUG
— Rajasthan Royals (@rajasthanroyals) April 15, 2025