India Tour of South Africa: প্রোটিয়া সফরের জন্য রোহিতের প্রস্তুতি শুরু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 10, 2021 | 7:39 PM

Rohit Sharma: নেলসন ম্যান্ডেলার দেশে উড়ে যাওয়ার আগেই প্রস্তুতিতে ব্যস্ত ভারতের নতুন ওয়ান ডে অধিনায়ক রোহিত।

India Tour of South Africa: প্রোটিয়া সফরের জন্য রোহিতের প্রস্তুতি শুরু
India Tour of South Africa: প্রোটিয়া সফরের জন্য রোহিতের প্রস্তুতি শুরু

Follow Us

নয়াদিল্লি: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট (Test) সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে তিনি রয়েছেন। তবে শুধু যে তিনি প্রোটিয়া সফরে যাচ্ছেন তা নয়। নতুন দায়িত্ব নিয়ে নেলসন ম্যান্ডেলার দেশে যাবেন রোহিত। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটির ভূমিকায় দেখা যাবে হিটম্যানকে। আর সে দেশে যাওয়ার আগে নেটে অনুশীলন করা শুরু করে দিলেন রোহিত।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে মুম্বইয়ের মাঠে থ্রো-ডাউন স্পেশালিস্টের সঙ্গে ব্যাটিং ঝালিয়ে নিলেন হিটম্যান। রাবাডাদের দেশে গতির সঙ্গে বাউন্স রয়েছে পিচে। তাই সে কথা মাথায় রেখে, নেটে এমন পিচে অনুশীলন করলেন রোহিত যেখানে রয়েছে গতি ও বাউন্স। এবং নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্টও করেছেন রোহিত।

টি-টোয়েন্টির (T20s) পর ওয়ান ডে (ODIs) দলের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন। বাড়তি দায়িত্ব নর্টজেদের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ-অধিনায়ত্ব করা। ওমিক্রনের আতঙ্কে বিরাটদের প্রোটিয়া সফরে কাঁটছাট করা হয়েছে। ২৬ ডিসেম্বর কাগিসো রাবাডাদের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট দিয়ে সফর শুরু করবে ভারত। পরের দুটো টেস্ট জোহানেসবার্গ ও কেপ টাউনে। তারপর তিনটে ওয়ান ডে যথাক্রমে পার্ল ও কেপ টাউনে।

আরও পড়ুন: Vinod Kambli: সাইবার প্রতারণার ফাঁদে বিনোদ কাম্বলি

আরও পড়ুন: India Tour of South Africa: বিরাটদের জন্য সেঞ্চুরিয়ানে বরাদ্দ থাকছে পুরো হোটেল

Next Article