Mumbai Indians: রোহিত-স্কাইয়ের পাশাপাশি রইলেন সচিনপুত্রও, একঝাঁক ক্রিকেটারকে ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2024 Players Retention: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চব্বিশের আইপিএলে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা-সহ একঝাঁক ক্রিকেটারদের রিটেইন করেছে মুম্বই। আর ৫ বারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন আইপিএলের মিনি নিলামে (IPL 2024 Auction) বাকি দল সাজিয়ে নেওয়ার জন্য একঝাঁক ক্রিকেটারকে ছেড়েও দিয়েছে।

Mumbai Indians: রোহিত-স্কাইয়ের পাশাপাশি রইলেন সচিনপুত্রও, একঝাঁক ক্রিকেটারকে ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স
Mumbai Indians: রোহিত-স্কাইয়ের পাশাপাশি রইলেন সচিনপুত্রও, একঝাঁক ক্রিকেটারকে ছাড়ল মুম্বই Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 9:02 PM

মুম্বই: আইপিএলের (IPL) অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন আগামী মরসুমেও ভরসা রাখল রোহিত শর্মার (Rohit Sharma) উপরেই। গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা গিয়েছিল, ঘরওয়াপসি হচ্ছে হার্দিক পান্ডিয়ার। তা অবশ্য হল না। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ধরে রেখেছে তাদের অধিনায়ককে। বেবি এবি থেকে তিলক ভার্মা, অর্জুন তেন্ডুলকরের মতো তরুণ ক্রিকেটারদের ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের দলের রিলিজ় করা ক্রিকেটারদের তালিকাও বেশ লম্বা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন ডিসেম্বরে ২০২৪ আইপিএলের মিনি নিলামের আগে MI ব্রিগেডের অবস্থা কেমন।

দিনকয়েক আগে থেকেই বার বার শোনা গিয়েছিল, হার্দিক মুম্বইয়ে ফিরলে তাঁকে নেতৃত্বর ব্যাটন দেওয়া হবে। এখনও অবধি এমনটা হয়নি। তবে হার্দিকের মুম্বইয়ে ফেরার সম্ভবনা এখনও রয়েছে। ১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। ১২ ডিসেম্বর অবধি ট্রেডিংয়ের মাধ্যমে মুম্বইয়ে হার্দিক আসতেই পারেন। আপাতত রিটেনশন তালিকা বেরোনর পর যা পরিস্থিতি, তাতে বলা যায় রোহিত শর্মার নেতৃত্বে ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে ২০২৪ মরসুমে নামবে মুম্বই। ১৯ ডিসেম্বর দুবাইতে যে মিনি নিলামের আসর বসবে তাতে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা নিয়ে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। রিটেনশন ও রিলিজ় পর্ব শেষে যে ফাঁকফোকর রয়েছে পাঁচ বারের আইপিএল জয়ী দলে, মিনি নিলামে তা পূর্ণ করে নিতে চাইবেন রোহিতরা।

কোন কোন ক্রিকেটারকে রিটেইন করল মুম্বই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, স্যামস মুলানি, নেহাল ওয়াদেরা, জসপ্রীত বুমরা, কুমার কার্তিকেয়, পীযুষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড (ট্রেড উইন্ডোতে রোমারিও শেফার্ডকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স)।

কোন কোন ক্রিকেটারকে রিলিজ় করল মুম্বই ইন্ডিয়ান্স – আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল, জোফ্রা আর্চার, ত্রিস্টান স্টাবস, ডুয়ান জ্যানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন ও সন্দীপ ওয়ারিয়র।

* উল্লেখ্য, যে সকল ক্রিকেটারদের রিলিজ় করা হয়েছে, ১৯ ডিসেম্বরের নিলামে তাঁদের আবার দলে নেওয়ার সুযোগ থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের।