IPL 2024 Auction: চব্বিশের আইপিএল নিলামে নাম লেখানোর শেষ সুযোগ আজ

তেইশ সাল শেষের পথে। আগামিকাল ১ ডিসেম্বর। অবশ্য এই ডিসেম্বরেই উত্তর মিলবে চব্বিশের আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজির দল কেমন হবে। মাসখানেক পর পড়বে নতুন বছর। তার আগে ১৯ ডিসেম্বর মরুশহরে বসছে আগামী আইপিএল নিলামের আসর। আর সেই নিলামে ভাগ্যপরীক্ষা হবে একাধিক ক্রিকেটারের। এই অবস্থায় বাজছে অ্যালার্ম। কারণ কী, জানেন?

IPL 2024 Auction: চব্বিশের আইপিএল নিলামে নাম লেখানোর শেষ সুযোগ আজ
চব্বিশের আইপিএলের নিলামে নাম লেখানোর শেষ তারিখ ৩০ নভেম্বর।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 1:15 PM

নয়াদিল্লি: তেইশ সাল শেষের পথে। আগামিকাল ১ ডিসেম্বর। অবশ্য এই ডিসেম্বরেই উত্তর মিলবে চব্বিশের আইপিএলে (IPL) ১০ ফ্র্যাঞ্চাইজির দল কেমন হবে। মাসখানেক পর পড়বে নতুন বছর। তার আগে ১৯ ডিসেম্বর মরুশহরে বসছে আগামী আইপিএল নিলামের (IPL 2024 Auction) আসর। আর সেই নিলামে ভাগ্যপরীক্ষা হবে একাধিক ক্রিকেটারের। এই অবস্থায় বাজছে অ্যালার্ম। কারণ চব্বিশের আইপিএল নিলামে (IPL Auction) নাম লেখানোর শেষ তারিখ ৩০ নভেম্বর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দেশ-বিদেশের ক্রিকেটাররা আইপিএলের নিলামে ভাগ্যপরীক্ষা করাতে চাইলে, তাঁদের নাম লেখাতে হবে আজকের মধ্যেই। কারণ, বিসিসিআইয়ের পক্ষ থেকে প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে ২০২৪ সালের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের নিলামে অংশ নিতে ইচ্ছুক ক্রিকেটারকে আজকের মধ্যে তাঁর দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে।

শোনা গিয়েছে মোট ৭০০ জন ক্রিকেটার আইপিএল-২০২৪ এর নিলামের জন্য নাম রেজিস্টার করাচ্ছেন। এই তালিকায় একঝাঁক অজি তারকা ক্রিকেটার থাকার সম্ভবনা রয়েছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স, অজি তারকা জোরে বোলার মিচেল স্টার্ক ও তারকা ক্রিকেটার ট্রাভিস হেডের দিকে নিলামে বিশেষ নজর থাকবে। মিচেল স্টার্ক এবং ট্রাভিস হেড কয়েকদিন আগেই জানিয়েছিলেন, তাঁরা চব্বিশের আইপিএলে খেলতে চান।

এ ছাড়াও আসন্ন আইপিএলের নিলামে অবশ্যই নজর রাখতে হবে দুই কিউয়ি ক্রিকেটার – রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলের দিকে। ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, মিচেল স্টার্ককে ইতিমধ্যেই আইপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেওয়াকর কথা জানিয়েছে। ১০ ফ্র্যাঞ্চাইজিতে এখন ৭৭টি জায়গা খালি রয়েছে। তার মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটারকে ১০ আইপিএল দল নেওয়ার সুযোগ পাবে। এ বার দেখার এতজন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটার আইপিএল-২০২৪ এ খেলার সুযোগ পান।