Venkatesh Iyer profile: টপ হোক বা মিডল! সব অর্ডারেই ফিট ভেঙ্কটেশ আইয়ার
IPL 2024, KKR: ভেঙ্কটেশ আইয়ারের জন্ম মধ্যপ্রদেশের ইন্দোরে। পেশাদার ক্রিকেটে হাতেখড়ি রাজ্য দলের হয়েই। মধ্যপ্রদেশের হয়ে ২০১৪-২০১৫ মরসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয়। পরের মরসুমে ওয়ান ডে ফরম্যাট প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলেন ভেঙ্কটেশ আইয়ার। লাল-বলের ক্রিকেটে সুযোগ পেতে অপেক্ষা করতে হয় আরও অনেকটা সময়। ২০১৮ সালে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ আইয়ার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রাপ্তি ভেঙ্কটেশ আইয়ার। বাঁ হাতি ব্যাটার। সিম বোলিংটাও ভালো। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা ভেঙ্কি। গত সংস্করণ অবশ্য খুব ভালো যায়নি। চোটের জন্য সামান্য হলেও অস্বস্তি ছিল। বেশ কিছু ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বোলিং একেবারেই করানো হয়নি। নতুন মরসুমে আলাদা প্রস্তুতি নিয়ে নামছেন। কেকেআরে কী ভাবে উত্থান ভেঙ্কটেশ আইয়ারের? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভেঙ্কটেশ আইয়ারের জন্ম মধ্যপ্রদেশের ইন্দোরে। পেশাদার ক্রিকেটে হাতেখড়ি রাজ্য দলের হয়েই। মধ্যপ্রদেশের হয়ে ২০১৪-২০১৫ মরসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয়। পরের মরসুমে ওয়ান ডে ফরম্যাট প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলেন ভেঙ্কটেশ আইয়ার। লাল-বলের ক্রিকেটে সুযোগ পেতে অপেক্ষা করতে হয় আরও অনেকটা সময়। ২০১৮ সালে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ আইয়ার।
ব্যাটিং ভালো, মিডল অর্ডার হোক বা ওপেনিং, যে কোনও পজিশনেই স্বচ্ছন্দ। বোলিংয়ের হাতও ভালো। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ ভেঙ্কটেশ আইয়ারের। কেকেআরের সঙ্গে প্রথম মরসুমেই ফাইনাল। যদিও ট্রফি জেতা হয়নি। তবে কেকেআর জার্সিতে অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে জাতীয় দলে সুযোগ মেলে। টি-টোয়েন্টি এবং ওডিআই, দুই ফরম্যাটে দেশের জার্সিতে খেললেও জায়গা পাকা করতে পারেননি।
এ বারের রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফর্ম করেছেন ভেঙ্কটেশ আইয়ার। সবচেয়ে ইতিবাচক দিক, তাঁর বোলিং। নকআউটের ম্যাচেও বল হাতে ভরসা দিয়েছেন। নতুন বলে বোলিং করেছেন। আইপিএলে যা তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। ‘অলরাউন্ডার’ ভেঙ্কটেশ কেকেআরের এ মরসুমের সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। কেকেআরের হয়ে এখনও অবধি ৩৬ ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ। ৯৫৬ রান করেছেন। গত মরসুমে একটি সেঞ্চুরির ইনিংসও খেলেছেন।
