Rohit Sharma, IPL 2024 Auction: নিলামের মাঝেই বড় খবর, MIতেই থাকছেন রোহিত

MI, IPL 2024: টুইটারে ট্রেন্ডিং চলছে তাঁকে নিয়ে। অনেক দলের কোচ, কর্তারা নাকি যোগাযোগ শুরু করে দিয়েছেন। এমনকি, টিমের কেউ কেউ নাকি সঙ্গ নিতে পারে তাঁর। সেই তালিকায় ভারতীয় টিমের এখনকার টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেনও থাকতে পারেন। এ সব গুঞ্জন চলছে কয়েক দিন ধরে। বিভিন্ন মহল থেকে এমন ভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে নানা তথ্য, মনে হচ্ছে যেন আগামী আইপিএলে নতুন টিমে খেলতে দেখা যাবে। সে সব যে নির্ভেজাল গুজব, তা জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

Rohit Sharma, IPL 2024 Auction: নিলামের মাঝেই বড় খবর, MIতেই থাকছেন রোহিত
Rohit Sharma, IPL 2024: টিম ছাড়ার গুঞ্জন ওড়ালেন MI কর্তা, মুম্বইয়েই খেলবেন রোহিত শর্মা!Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 3:11 PM

মুম্বই: তিনি নাকি ভীষণ দুঃখ পেয়েছেন। ক্ষোভে ফুটছেন। তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েও দিয়েছেন, ‘অনেক হয়েছে, আর নয়।’ টুইটারে ট্রেন্ডিং চলছে তাঁকে নিয়ে। অনেক দলের কোচ, কর্তারা নাকি যোগাযোগ শুরু করে দিয়েছেন। এমনকি, টিমের কেউ কেউ নাকি সঙ্গ নিতে পারে তাঁর। সেই তালিকায় ভারতীয় টিমের এখনকার টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেনও থাকতে পারেন। এ সব গুঞ্জন চলছে কয়েক দিন ধরে। বিভিন্ন মহল থেকে এমন ভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে নানা তথ্য, মনে হচ্ছে যেন আগামী আইপিএলে নতুন টিমে খেলতে দেখা যাবে। সে সব যে নির্ভেজাল গুজব, তা জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এক কর্তা বলে দিলেন, টিমকে পাঁচবার আইপিএল (IPL) জেতানো ক্রিকেটার কোথাও যাচ্ছেন না। হার্দিক পান্ডিয়াকে নতুন নেতা করা হলেও নীল জার্সিতেই খেলবেন তিনি। রোহিত শর্মা (Rohit Sharma) যেমন ছিলেন, তেমনই থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সে।

মঙ্গলবার দুবাইয়ে চলছে আইপিএলের মিনি অকশন। ২০ ডিসেম্বর থেকে চলবে ট্রেডিং। যে কোনও প্লেয়ার টিম ছেড়ে অন্য টিমে চলে যেতে পারেন। রোহিতের ক্ষেত্রে তেমনই আশঙ্কা করছেন তাঁর ভক্তরা। মুম্বইকে পাঁচটা আইপিএল দেওয়ার পরও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া একেবারেই মেনে নিতে পারছেন না কেউই। জার্সি, টুপি, পতাকা পুড়িয়ে বিক্ষোভও দেখাচ্ছেন রোহিত ভক্তরা। রোহিত এ নিয়ে এখনও মুখ না খুললেও তিনিও নাকি ভয়ঙ্কর চটেছেন, এমনও বলা হচ্ছিল। তা যে আদতে নয়, তা পরিষ্কার করে দিলেন মুম্বইয়ের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তার দাবি, ‘রোহিত কোথাও যাচ্ছে না। এমনকি অন্য কোনও প্লেয়ারও টিম ছাড়বে না। যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি মিথ্যে, ভিত্তিহীন। টিমের কোনও প্লেয়ার যেমন আমাদের ছেড়ে যাচ্ছে না, তেমনই মুম্বই ইন্ডিয়ান্স কোনও প্লেয়ারকে ট্রেডও করবে না।’

শোনা যাচ্ছিল, বিশ্বকাপের সময়ই নাকি হার্দিককে মুম্বইয়ে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। বিশ্বকাপ চলাকালীনই নাকি এ নিয়ে রোহিতের সঙ্গে আলোচনাও করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ। ওই কর্তা বলছেন, ‘হার্দিককে ক্যাপ্টেন করার আগে সব প্লেয়ারের সঙ্গে কথা বলা হয়েছিল। রোহিতকেও জানানো হয়েছিল সবটা। এই সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে কিন্তু রোহিত নিজেও ছিল।’

হার্দিক ক্যাপ্টেন হয়ে মুন্বইয়ে ফিরতেই ভাঙন ধরেছে টিমে, এমনটা বলা হচ্ছিল। যে সুযোগ কাজে লাগাতে চেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। রোহিতকে ট্রেডিংয়ের জন্য মুম্বইয়ের কাছে আবেদনও রাখে দিল্লি। কিন্তু মুম্বই তা গ্রহণ করেনি। সিএকেও আসরে নেমেছে, এমনটা বলা হচ্ছিল। কিন্তু সে সব যে স্রেফ গুঞ্জন, তা পরিষ্কার হয়ে গিয়েছে। রোহিত কী ভাবছেন, তা জানা না গেলেও মুম্বই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে রোহিত তাদের ছিলেন, তাদেরই থাকবেন!