কলকাতা: বল হাতে তিনি যখন ক্রিজে আসেন, প্রতিপক্ষর তাবড় তাবড় ব্যাটারদের পা সেই সময় কাঁপে। মনে জাগে ভয়। এই বুঝি উইকেট যায় যায় — কোন বোলারের কথা বলা হচ্ছে? বিশ্বের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় বোলার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নামের পাশেই এই বিশেষণ খাঁটে। এ বারের আইপিএলের শুরুর দিকে তাঁর খেলা হবে না। সেই বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন। তারপর থেকে ২২ গজ থেকে দূরে তিনি। আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হবেন। হয়নি তেমনটা। এ বার যা পরিস্থিতি, তাতে তিনি নেটে অনুশীলন শুরু করেছে ঠিকই, কিন্তু আইপিএলের ১৮তম মরসুমের শুরু থেকেই খেলার সবুজ সংকেত তিনি পাননি। এরই মাঝে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে একটি বুমরার ব়্যাপিড ফায়ার শেয়ার করা হয়েছে। যেখানে বুমরা তাঁর স্ত্রী, জনপ্রিয় ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনকে (Sanjana Ganesan) বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।
নিম্নে বুমরা-সঞ্জনার কথোপকথন তুলে ধরা হল —
সঞ্জনা: ভোর ৩টের সময় কোন বন্ধুর কথা তোমার মনে পড়ে?
বুমরা: (প্রশ্ন শেষ হতে না হতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি বলেন) সেটা তুমি। (এরপর হাসতে হাসতে বলেন) হ্যাঁ আমার আরও ৬জন বন্ধু রয়েছে, যাঁদের সঙ্গে আমি কথা বলতে পারি। তবে, আমার আগেই তো তুমি ঘুমিয়ে পড়ো। তাই যদি তুমি সেই সময় জেগে না থাকো, তা হলে আমার ছেলেবেলার বন্ধুদের কথাই বলব।
সঞ্জনা: তোমার এমন একটা বিষয়, যা কেউ জানে না?
বুমরা: মাঝে মাঝে আমিও মজা করতে পারি। তবে এই বিষয়টা প্রকাশ্যে খুব একটা আসে না।
সঞ্জনা: যদি একটা সুপার পাওয়ারের অধিকারী হওয়ার সুযোগ পেতে, তা হলে সেটা কী হত?
বুমরা: ফ্ল্যাশের মতো দ্রুত দৌড়াতে চাই। আর তা ছাড়া হয়তো হাল্কের শক্তি চাইতাম।
সঞ্জনা: তুমি দ্রুত দৌড়াতে চাও কেন? কোথায় যেতে চাও?
বুমরা: বিশ্বের যে কোনও প্রান্তে দৌড়ে চলে যেতে পারি। এটা বেশ আকর্ষণীয়।
সঞ্জনা: (হাসতে হাসতে বলেন) প্রাইভেট জেট তো রয়েছে।
বুমরা: আমার সুপার পাওয়ার, আমি যা খুশি বেছে নিতে পারি।
From his 3 AM friend to the superpower he would love to have, ✨ @Jaspritbumrah93 gets candid in a fun rapid-fire round!#IPLonJioStar 👉 SEASON 18 | #CSKvMI, SUN, 23rd MAR, 6:30 PM | LIVE on JioHotstar & Star Sports Network | #IPL2025 #MumbaiIndians pic.twitter.com/SlCZs90Q84
— Star Sports (@StarSportsIndia) March 13, 2025