IPL 2025 Mega Auction: তালিকায় নেই KKR-RR, মেগা নিলামে বাকি ৮ টিম কতজন ক্রিকেটারের জন্য RTM ব্যবহার করতে পারবে?

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 06, 2024 | 2:19 PM

২৪ ও ২৫ নভেম্বর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। তার আগে ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুই দল সবচেয়ে বেশি, ৬ জন করে প্লেয়ার রিটেন করেছে।

IPL 2025 Mega Auction: তালিকায় নেই KKR-RR, মেগা নিলামে বাকি ৮ টিম কতজন ক্রিকেটারের জন্য RTM ব্যবহার করতে পারবে?
তালিকায় নেই KKR-RR, মেগা নিলামে বাকি ৮ টিম কতজন ক্রিকেটারের জন্য় RTM ব্যবহার করতে পারবে?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: এ মাসের শেষে রয়েছে আইপিএলের ধামাকা। না না, টুর্নামেন্ট শুরু হবে না। আসলে ২৪ ও ২৫ নভেম্বর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। তার আগে ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুই দল সবচেয়ে বেশি, ৬ জন করে প্লেয়ার রিটেন করেছে। ফলে তাদের কাছে মেগা নিলামে RTM ব্যবহার করার সুযোগ থাকবে না। মেগা নিলামে বাকি ৮ টিম কতজন ক্রিকেটারের জন্য় RTM ব্যবহার করতে পারবে?

এক ঝলকে দেখে নিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে কোন দল কতগুলো RTM ব্যবহার করতে পারবে?

  • পঞ্জাব কিংস – প্রীতি জিন্টার পঞ্জাব কিংস যেহেতু মাত্র ২ জন ক্রিকেটারকে (শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিং- যাঁরা আনক্যাপড) রিটেন করেছে, তাই আইপিএলের মেগা নিলামে ৪ জন ক্যাপড ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে।
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – তিনজন ক্রিকেটারকে (বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল) আইপিএলের মেগা নিলামের আগে রিটেন করেছে আরসিবি। এ বার মেগা নিলামে তাই তিনজন (ক্যাপড/আনক্যাপড) ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে আরসিবি।
  • দিল্লি ক্যাপিটালস – আইপিএলের রিটেনশন তালিকায় দেখা যায় ৪জন ক্রিকেটারকে ধরে রেখে দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে নেই ঋষভ পন্থের নাম। আইপিএলের মেগা নিলামে এ বার ২ জন ক্রিকেটারের (ক্যাপড/আনক্যাপড) জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে দিল্লি।
  • লখনউ সুপার জায়ান্টস – মোট ৫ ক্রিকেটারকে রিটেন করেছে লখনউ সুপার জায়ান্টস। যার মধ্যে রয়েছে ২ জন আনক্যাপড ক্রিকেটার (মহসিন খান ও আয়ুষ বাদোনি)। ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে একজন ক্যাপড প্লেয়ারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে লখনউ।
  • গুজরাট টাইটান্স – মোট ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন। যার মধ্যে রয়েছেন শুভমন গিল থেকে রশিদ খান। যার ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে একজন ক্যাপড প্লেয়ারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে গুজরাট টাইটান্স।
  • সানরাইজার্স হায়দরাবাদ – অরেঞ্জ আর্মি মোট ৫জন ক্রিকেটারকে রিটেন করেছে। যার ফলে এ বছর শেষে হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে ১ জন ক্যাপড ক্রিকেটাররে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে দলে ফেরাতে পারবে হায়দরাবাদ।
  • মুম্বই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের মতো তারকা ক্রিকেটারদের রিটেন করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। মোট ৫ ক্রিকেটারকে মেগা নিলামের আগে রিটেন করেছে মুম্বই। এ বার আর মাত্র ১ জন আনক্যাপড ক্রিকেটারকে মেগা নিলামে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে দলে আবার নিতে পারবে এমআই।
  • চেন্নাই সুপার কিংস – পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করেছে। তাঁর পাশাপাশি রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো মোট ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে সিএসকে। ফলে মেগা নিলামে ১ জন ক্যাপড/আনক্যাপড ক্রিকেটারকে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে দলে ফেরাতে পারবে সিএসকে।
  • রাজস্থান রয়্যালস – আইপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এ বার ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে। যার ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে কোনও প্লেয়ারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে না রাজস্থান।
  • কলকাতা নাইট রাইডার্স – আইপিএলের তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ বার ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে। যার ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে কোনও প্লেয়ারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে না কলকাতা।
Next Article