IPL Auction: মার্টিন গাপ্টিল-ডেভিড মালান IPL নিলামে ভাগ্যপরীক্ষা করানোর সুযোগ পেলেন না যে বিদেশিরা…
IPL Auction 2024: শিয়রে কড়া নাড়ছে আইপিএলের নিলাম। বছর শেষ হতে চলল। আর আইপিএলের মিনি নিলামের দিনও ঘনিয়ে এল। ১৯ ডিসেম্বর ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। দেশ-বিদেশের ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে নিলামে। মরুশহরে প্রয়োজনীয় ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে দড়ি টানাটানি চলবে।

নয়াদিল্লি: শিয়রে কড়া নাড়ছে আইপিএলের নিলাম (IPL Auction)। ২০২৩ সালটাও শেষ হতে চলল। আর আইপিএলের মিনি নিলামের দিনও ঘনিয়ে এল। ১৯ ডিসেম্বর ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। দেশ-বিদেশের ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে নিলামে। মরুশহরে প্রয়োজনীয় ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে দড়ি টানাটানি চলবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত খেকে ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে থেকে ৩৩৩ জন রয়েছেন কিছুটা ভাগ্যবান। একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁদের ঠাঁই হয়নি আইপিএলের নিলামে ভাগ্যপরীক্ষা করানোর। দেশ-বিদেশের ক্রিকেটাররা এই তালিকায় রয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন, কোন বিদেশি ক্রিকেটাররা আসন্ন আইপিএল নিলামে ভাগ্যপরীক্ষা করানোর সুযোগ পাননি।
বিদেশের একাধিক ক্রিকেটার, যাঁরা ২০২৪ সালের আইপিএলের নিলামে নিজেদের ভাগ্যপরীক্ষা করানোর সুযোগ হাতছাড়া করেছেন তাঁরা হলেন —
- মার্টিন গাপ্টিল
- অ্যাঞ্জেলো ম্যাথিউস
- টম ব্যান্টন
- মোজেস হেনরিক্স
- ড্যানিয়েল ওরেল
- মার্চেন্ট ডি ল্যাঞ্জ
- ডেভিড মালান
- ক্রিস লিন
- কেন রিচার্ডসন
- কলিন ইনগ্রাম
- কোরি অ্যান্ডারসন
যে ৩৩৩জন ক্রিকেটারের নাম নিলামের জন্য বেছে নিয়েছে বোর্ড, তার মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। আসন্ন আইপিএলের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। হার্দিকের সদ্য প্রাক্তন দলের পার্সে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। দ্বিতীয় সর্বাধিক টাকা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। ৩৪ কোটি টাকা রয়েছে অরেঞ্জ ব্রিগেডের কাছে।
