কলকাতা: রাত পোহালেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য জোড়া ধামাকা। সেটা ঠিক কী? ২৪ ও ২৫ নভেম্বর এই দু’দিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। দুই দিন ব্যাপী নিলাম বলে, জোড়া ধামাকা বলাই যায়। এ বার দেশের মাটিতে নয়, জেড্ডায় হবে আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Mega Auction)। আইপিএল রিটেনশন (IPL Retention) হওয়ার পর পরিষ্কার হয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজির পার্সে কত টাকা রয়েছে নিলামে ওঠার জন্য। প্রতি টিমের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু আইপিএল রিটেনশনের পর সব দলের পার্স থেকেই অনেকটা টাকা বেরিয়ে গিয়েছে। মেগা নিলামের ঠিক একদিন আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন, কোন টিম কত টাকা নিয়ে নিলাম টেবলে বসবে।
মেগা নিলামের আগে দেশের ও বিদেশি ক্রিকেটারদের মিলিত ভাবে ধরে রেখেছে ১০ আইপিএল টিম। এই বড় নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস দুটো দল ৬ জন করে ক্রিকেটার রিটেন রেখেছে। আর সবচেয়ে কম, মাত্র ২ জন ক্রিকেটার ধরে রেখেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। যে কারণে পঞ্জাবের পার্সে সবচেয়ে বেশি টাকা রয়েছে। আর সবচেয়ে কম টাকা কোন টিমের ঝুলিতে জানেন?
এক ঝলকে দেখে নিন আইপিএলের মেগা নিলামে ১০ টিম তাদের পার্সে কত টাকা নিয়ে নামবে—