Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR, IPL 2025: CSK ম্যাচের জন্য পিঙ্ক আর্মির অস্ত্র তৈরি? সঞ্জুর চোখ ধাঁধিয়ে দিলেন এই তারকা

Watch Video: রাজস্থান এ মরসুমে প্রথম ম্যাচে খেলেছিল হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার এই তিন তারকার ব্যাটে দুই অঙ্কের রান দেখা গিয়েছিল। এ বার সিএসকে ম্যাচের আগে রাজস্থানের নেট কাঁপাচ্ছেন এক বিদেশি। যিনি চোখ ধাঁধিয়ে দিয়েছেন সঞ্জু স্যামসনের।

RR, IPL 2025: CSK ম্যাচের জন্য পিঙ্ক আর্মির অস্ত্র তৈরি? সঞ্জুর চোখ ধাঁধিয়ে দিলেন এই তারকা
CSK ম্যাচের জন্য পিঙ্ক আর্মির অস্ত্র তৈরি? সঞ্জুর চোখ ধাঁধিয়ে দিলেন এই তারকাImage Credit source: X
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 6:13 PM

কলকাতা: ক্যারিবিয়ান তারকারা বরাবরই ২২ গজে নজর কাড়েন। সে ইউনিভার্সাল বস ক্রিস গেইলই হোক বা নিকোলাস পুরান বা শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটারকে ক্রিকেটমহল পাওয়ারহিটার বলে। পিঙ্ক আর্মির শিমরন হেটমায়ার সেই তালিকায় পড়েন। এ বারের আইপিএলে (IPL) পিঙ্ক জার্সিতে এখনও ২টি ম্যাচ খেলেছেন হেটমায়ার। আজ, রবিবার বর্ষাপাড়ায় রাজস্থান রয়্যালসের মরসুমের তৃতীয় ম্যাচ। জোড়া ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবেন রিয়ান পরাগরা। তার আগে রাজস্থানের অনুশীলনের সময় হেটমায়ার রীতিমতো চমকে দিয়েছেন সঞ্জু স্যামসনকে। সেই ভিডিয়ো রাজস্থানের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ঠিক কী করেছেন ক্যারিবিয়ান তারকা?

রাজস্থান এ মরসুমে প্রথম ম্যাচে খেলেছিল হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার এই তিন তারকার ব্যাটে দুই অঙ্কের রান দেখা গিয়েছিল। ২৩ বলে ৪৩ রান করেছিলেন হেটমায়ার। যদিও সেই ম্যাচ জেতা হয়নি পিঙ্ক আর্মির। পরের ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও হার। সেখানে হেটমায়ার করেন ৮ বলে ৭ রান। এই ম্যাচে যদি হেটমায়ারের ব্যাট জ্বলে উঠতে পারত, তা হলে রেজাল্ট আলাদা হতে পারত। চেন্নাই ম্যাচে তিনি যেন ভালো খেলতে পারেন, তার প্রস্তুতি সেই মতোই নিয়েছেন হেটমায়ার। যা দেখে রাজস্থানের স্থায়ী অধিনায়ক সঞ্জু স্যামসনও চমকে দিয়েছেন।

পিঙ্ক আর্মির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নেটে একের পর এক লম্বা শট মারছেন হেটমায়ার। আর তিনি যেদিকেই শট মারছেন, সেদিকেই ঘুরে ঘুরে তাকাচ্ছেন সঞ্জু। তাঁর চোখ-মুখ বলে দিচ্ছিল, হেটমায়ার বেশ পাওয়ারফুল শটই মারছিলেন। এই মহড়ায় হেটমায়ার হয়তো ফুল মার্কসই পেয়েছেন। ম্যাচে কি পাবেন?

উল্লেখ্য, এই ম্যাচেও রাজস্থানের হয়ে নেতৃত্বে দেখা যাবে রিয়ান পরাগকে। মরসুম শুরুর আগে রাজস্থান শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, টিমের প্রথম ৩ ম্যাচে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন হিসেবে পাওয়া যাবে না। তিনি খেলবেন স্পেশাল ব্যাটার হিসেবে। সেই মতোই দুটো ম্যাচে সঞ্জুকে শুধু ব্যাটিংয়ে দেখা গিয়েছে। আজও তাই দেখা যাবে।