Watch Video: আর্চারকে নেটে ওড়াচ্ছেন খুদে ক্রিকেটার! ভিডিয়ো দেখলে তাক লেগে যাবে
Vaibhav Suryavanshi: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগের দিন এই ভিডিয়ো জল্পনা বাড়িয়েছে। পরের ম্যাচে তবে কি বৈভব সূর্যবংশী খেলবেন?

কলকাতা: ছোট প্যাকেট বড় ধামাকা। বৈভব সূর্যবংশী সম্পর্কে আজকাল এমনই বলা হচ্ছে। এই আইপিএলের (IPL) সর্বকনিষ্ঠ ক্রিকেটার। বয়স মাত্র ১৪। কিন্তু তাঁর ব্যাটিং স্টাইল দেখে মনে হবে না তাঁর বয়স এত কম। নেটে ইংলিশ তারকা বোলার জোফ্রা আর্চারের বলে চোখ ধাঁধানো ব্যাটিং করছেন বৈভব। রাজস্থানের তরফ থেকে এক্স হ্যান্ডেলে এক ভিডিওতে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের একাধিক ভয়ঙ্কর বল অবলীলায় খেলার চেষ্টা করছেন বিহারের ক্রিকেটার বৈভব। আবার কখনও আর্চারের বাউন্সার বল ডাক করতে দেখা যাচ্ছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগের দিন এই ভিডিয়ো জল্পনা বাড়িয়েছে। পরের ম্যাচে তবে কি তিনি খেলবেন? এই মরসুমে রাজস্থানের ব্যাটিং বিভাগ খুব একটা ভালো খেলতে পারছে না। নেটিজ়েনরা দাবি করছেন বৈভবের দলে সুযোগ পাওয়া উচিত। যদি তিনি খেলেন, সবচেয়ে কম বয়সে আইপিএল খেলার রেকর্ড গড়বেন।
বিহারের এই বৈভবকে ১ কোটি ১ লক্ষ টাকায় নিলামে দলে নিয়েছে রাজস্থান। বিহারের হয়ে মাত্র ১২ বছর বয়সে তাঁর অভিষেক হয়। শেষ বছর অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি করেন। রাজস্থানের তাঁর কোচ রাহুল দ্রাবিড়। যাঁর হাত ধরে অনেক তরুণ ক্রিকেটার উঠে এসেছেন। বৈভবের কেরিয়ারেও দ্রাবিড় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাতে সন্দেহ নেই।
Vaibhav vs Archer. Where else if not the IPL?! 💗 pic.twitter.com/pHtA0qpuN5
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2025





