Ajinkya Rahane: করব-লড়ব-জিতব, ক্যাপ্টেন হয়ে বিশেষ বার্তা অজিঙ্ক রাহানের

IPL 2025, KKR New Captain: ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন না করলেও অকশনে নিয়েছে। তেমনই বেশ কিছু নতুন মুখকেও নিয়েছে কেকেআর। দীর্ঘ বিরতির পর ফেরানো হয়েছে অজিঙ্ক রাহানেকে। তাঁকে নেতাও করা হল। কী বার্তা দিলেন ক্যাপ্টেন?

Ajinkya Rahane: করব-লড়ব-জিতব, ক্যাপ্টেন হয়ে বিশেষ বার্তা অজিঙ্ক রাহানের
Image Credit source: KKR Knight Club

Mar 03, 2025 | 4:37 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে গৌতম গম্ভীরের মেন্টরশিপ ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করেছে। তৃতীয় বার চ্যাম্পিয়নও হয়েছে। কেকেআর মোটামুটি কোর টিম রেখে দিতে পেরেছে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, রমনদীপ সিংকে রিটেন করেছিল। ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন না করলেও অকশনে নিয়েছে। তেমনই বেশ কিছু নতুন মুখকেও নিয়েছে কেকেআর। দীর্ঘ বিরতির পর ফেরানো হয়েছে অজিঙ্ক রাহানেকে। তাঁকে নেতাও করা হল। কী বার্তা দিলেন ক্যাপ্টেন?

আইপিএলের মেগা অকশনে অজিঙ্ক রাহানেকে নেওয়ার পর থেকেই সম্ভাবনা জোরালো হয়েছিল। টিমে তাঁর মতো দক্ষ ক্যাপ্টেনের বিকল্প আর কেউ হতে পারেন না। জাতীয় দল, আইপিএলে ক্যাপ্টেন্সি করেছেন। ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে দারুণ সফল। এ মরসুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি রাহানের নেতৃত্বেই জিতেছে মুম্বই। ব্যাটিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। কেকেআরে ফেরার উন্মাদনা। নতুন দায়িত্ব। ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহানের।

কেকেআরের নতুন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে লেখেন, ‘নাইটদের ক্যাপ্টেন্সি করব এটা ভেবেই সম্মানিত এবং উত্তেজিত। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। সর্বস্ব দিয়ে চেষ্টা করব। করব লড়ব জিতব।’ অজিঙ্ক রাহানের মতো একজনকে ক্যাপ্টেন করাটা দুর্দান্ত সিদ্ধান্ত, ক্রিকেট বিশেষজ্ঞরাও এমন মনে করছেন। হর্ষ ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকারও এই সিদ্ধান্তকে বুদ্ধিদীপ্ত বলেছেন। ভেঙ্কটেশ আইয়ার আগে নেতৃত্ব দেননি। রাহানের ডেপুটি হিসেবে তিনিও শেখার সুযোগ পাবেন।