Ajit Agarkar : প্রেমিকা ভিন ধর্মের, পরিবারে প্রবল আপত্তি; সিনেমাকেও হার মানাবে আগরকরের ‘প্রেম কথা’
Ajit Agarkar Love Story : মরাঠি ব্রাক্ষ্মণ পরিবারের ছেলে অজিত এক মুসলিম মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। দুই পরিবারে জানাজানি হতেই বিবাদ চরমে ওঠে।
কলকাতা : ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক পদে বসেছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর (Ajit Agarkar)। জাতীয় দলের এই প্রাক্তন অলরাউন্ডার আরও একটি চ্যালেঞ্জের জন্য তৈরি। তিনিই বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ গড়বেন। রিঙ্কু সিংদের মতো তরুণ ক্রিকেটারদের স্বপ্নের সারথি হবেন। দায়িত্বটা অনেক বড়। আগরকরের চ্যালেঞ্জ নিয়ে সাফল্য পাওয়ার অভিজ্ঞতা আছে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের দিকে টেনে আনার ক্ষমতা রয়েছে। শুধু কেরিয়ারই নয়, জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার ব্যক্তিগত জীবনেও বড়সড় পরীক্ষার মুখে পড়েন। মরাঠি ব্রাক্ষ্মণ পরিবারের ছেলে অজিত এক মুসলিম মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। দুই পরিবারে জানাজানি হতেই বিবাদ চরমে ওঠে। সম্পর্ক মেনে নিতে কেউ রাজি ছিলেন না। সমাজের কীভাবে পূর্ণতা পেল অজিত আগরকর ও ফাতিমা ঘাড়িয়ালির প্রেম? সামাজিক প্রথার বিরুদ্ধে যেতে কতটা পথ পেরতে হয়েছিল? TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
১৯৯৮ সালে অজিত আগরকরের ক্রিকেট কেরিয়ার শুরু। অ্যাডাম গিলক্রিস্টকে আউট করে কেরিয়ারের প্রথম উইকেট নিয়েছিলেন। সেইসময় তাঁর এক মুসলিম বন্ধু বোনকে সঙ্গে করে ম্যাচ দেখতে আসতেন প্রায়ই। ম্যাচ দেখতে আসা বন্ধুর বোনকেই মন দিয়ে ফেলেছিলেন ক্রিকেটার। অজিত আগরকর ও ফাতিমা ঘাড়িয়ালির অল্প অল্প প্রেমের গল্প শুরু সেখান থেকেই। ধর্ম ভালোবাসা ও বিয়েতে প্রবল বাধা হয়ে আসবে, এই সত্যিটা জানতেন অজিত ও ফাতিমা দু’জনই। তাতে কী প্রেম আটকে থাকে? বন্ধুর বোনের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু হয় ক্রিকেটারের। ১৯৯৯ সালের প্রেম পূর্ণতা পায় ২০০২ সালে। দুই পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেো সাতপাকে বাঁধা পড়েন অজিত ও ফাতিমা।
আগরকর কোচিং ও ধারাভাষ্য নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন। এ বার বোর্ডের মুখ্য নির্বাচকের দায়িত্ব। তাঁর স্ত্রী একজন এডুকেশনিস্ট। মুম্বইয়ে একটি এডুকেশনাল ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির সহ-মালিক হলেন ফাতিমা আগরকর। অজিত-ফাতিমা বিয়ের দুই দশক পার হয়ে গিয়েছে। দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। যার নাম রাজ।