
সুযোগ ছিল দুর্দান্ত। লর্ডসে জিতলেই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যেত ভারত। কিন্তু খুব কাছ থেকে ফিরতে হল। মরিয়া লড়াই করে গেলেন রবীন্দ্র জাডেজা। টানা চার ইনিংসে হাফসেঞ্চুরি প্লাস রান করলেন। লর্ডসে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারতের ক্ষীণ আশা জাগিয়ে রেখেছিলেন। ভাগ্য সহায় হল না। মাত্র ২২ রানে হার ভারতের। কোথায় ভুল হল? তুলে ধরলেন ভারত অধিনায়ক শুভমন গিল।
প্রথম ইনিংসে দু-দলের স্কোর সমান ছিল। দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সেই নির্ভর করছিল ফল। গত ১০ বছরে এই নিয়ে চার বার ২০০-র কম স্কোরও তাড়া করে জিততে ব্যর্থ ভারত। অধিনায়ক শুভমন অবশ্য বলছেন, ‘স্কোর বোর্ড সব সময় পারফরম্যান্স বিচার করে না। হয়তো সিরিজে পিছিয়ে পড়েছি, কিন্তু আমরা দুর্দান্ত পারফর্ম করেছি।’
লর্ডসে চতুর্থ দিন নামার আগে কতটা কনফিডেন্ট ছিলেন? শুভমনের কথায়, ‘যথেষ্ট কনফিডেন্ট ছিলাম। এই পিচে রান তাড়া সহজ ছিল না। আমাদের একটা জাস্ট ৫০ রানের পার্টনারশিপ প্রয়োজন ছিল টপ অর্ডারে। সেটা হলে পরিস্থিতি হয়তো অন্য হত। তবে জাডেজা যে ভাবে লোয়ার অর্ডারকে নিয়ে লড়াই করেছে, তা প্রশংসনীয়।’
প্রথম ইনিংসে ঋষভ পন্থের রান আউটও যে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল, স্বীকার করে নেন ভারত অধিনায়ক। চতুর্থ টেস্টে বুমরা খেলবেন কি না, তা নিয়ে অবশ্য় ধোঁয়াশা রাখলেন শুভমন।