Hardik Pandya: ভালোবাসায় ভরা একটা রাত…, হার্দিক পান্ডিয়ার পোস্টে বড় ইঙ্গিত

Jul 14, 2024 | 12:44 PM

থেকে থেকেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। কিন্তু হার্দিক নিজের মতো করে ভালো থাকার কারণ খুঁজে নিয়েছেন। এ বার নিজের ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে হার্দিক লিখেছেন, 'ভালোবাসায় ভরা একটা রাত।'

Hardik Pandya: ভালোবাসায় ভরা একটা রাত..., হার্দিক পান্ডিয়ার পোস্টে বড় ইঙ্গিত
ভালোবাসায় ভরা একটা রাত..., হার্দিক পান্ডিয়ার পোস্টে বড় ইঙ্গিত
Image Credit source: Hardik Pandya Instagram

Follow Us

কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই মুহূর্তে ভালোবাসায় মোড়ানো অবস্থায় রয়েছেন। এ কথা তিনি নিজেই জানিয়েছেন। সদ্য তাঁকে দেখা গিয়েছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। বিশ্বজয় করে আসার পর বেশ খোশমেজাজেই রয়েছেন হার্দিক পান্ডিয়া। যদিও থেকে থেকেই তাঁর সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। কিন্তু হার্দিক নিজের মতো করে ভালো থাকার কারণ খুঁজে নিয়েছেন। এ বার নিজের ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে হার্দিক লিখেছেন, ‘ভালোবাসায় ভরা একটা রাত।’ নেটিজ়েনরা তাঁর এই পোস্টে বড় ইঙ্গিতের আভাস পাচ্ছেন।

মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে অম্বানি পরিবারের সঙ্গে হার্দিকের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। যে কারণে, অম্বানিদের বিয়ের অনুষ্ঠানকে হার্দিক যেন নিজের পরিবারের অনুষ্ঠানই মনে করেছেন। তাঁকে খুব আনন্দ করতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে হার্দিকের নাচের বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়েছে।

বলিউডের তারকা অনন্যা পান্ডে, শানায়া কাপূরদের সঙ্গে নাচ করেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পাশে দেখা গিয়েছে বলিউড সুপারস্টার রনবীর সিংকেও। হার্দিক যেন আলাদাই মেজাজে ছিলেন। অনেকে তাঁর এই অবতার দেখে বলেছেন, ‘এই তো সেই পুরনো হার্দিক। একেবারে রকস্টার লুক।’ তিনি নিজের যে ক’টি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন, তাতে তাঁকে দারুণ দেখাচ্ছিল। আর তাঁর ক্যাপশন (‘ভালোবাসায় ভরা একটা রাত’) বলে দিচ্ছিল, প্রিয় মানুষদের সঙ্গে রাতটা তাঁর ভালোই কেটেছে।

বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট থেকে খানিক বিরতি পেয়েছেন হার্দিক। ২৭ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের সিরিজ। সেখানে এ বার হার্দিককে খেলতে দেখা যেতে পারে। এখনও বোর্ডের তরফ থেকে ভারতের শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, হার্দিককে টি-২০ টিমের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।

Next Article