IPL 2022: ঘরেই শ্যাডো প্র্যাকটিস করতেন রাসেল

নাইট অলরাউন্ডার বলেন, 'ঘরের মধ্যে একা একা শ্যাডো প্র্যাকটিস করতাম। ব্যাটিং নিয়ে সব সময় ভাবতাম। জোরে বোলারদের বিরুদ্ধে কি ভাবে শরীরকে ব্যবহার করতে হবে, সেই প্র্যাকটিসও করতাম। পঞ্জাব ম্যাচেও ফাস্ট বোলাররা রাউন্ড দ্য উইকেটে এসে শরীর লক্ষ্য করে বল করছিল। কিন্তু প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। তাই বড় শট নিতে অসুবিধে হয়নি।'

IPL 2022: ঘরেই শ্যাডো প্র্যাকটিস করতেন রাসেল
আন্দ্রে রাসেল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2022 | 7:01 PM

পুনে: বুধবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএলে (IPL 2022) এ বার নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হেভিওয়েট দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। গত ম্যাচেই রানে ফিরেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দ্রে রাস ফর্মে ফিরতেই আরও চাঙ্গা কেকেআর। মুম্বইকে বধ করার বাড়তি রসদ পেয়ে গিয়েছে কেকেআর। চলতি আইপিএলে এখনও জয়ের দেখা পায়নি মুম্বই। হিটম্যানদের বিরুদ্ধে এই সুযোগটাকেই কাজে লাগাতে চান ম্যাকালামরা। পঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিংয়ে নাইটদের জয় এনে দেন আন্দ্রে রাসেল। ওই বিধ্বংসী ইনিংসের পর সে দিনের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় পঞ্জাবের বিরুদ্ধে একটা সময় চাপে পড়ে গিয়েছিল কেকেআর। কিন্তু পাল্টা মারেই বিপক্ষকে ছারখার করে দেন রাসেল।

কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেন, ‘রাহুল চাহারের ডেলিভারিগুলো সামলানোই ছিল কঠিন চ্যালেঞ্জ। তাই শুরুতে ক্রিজে অনেকক্ষণ টিকে থাকার চেষ্টা করছিলাম। ইচ্ছে করেই বড় শট খেলছিলাম না। তবে একবার বড় শট খেলার মোমেন্টাম পেতেই সেটাকে ধরে রাখার চেষ্টা করি। উইকেটে পেস থাকায় জানতাম টিকে থাকলে ঠিক রান পাব। প্রতি ওভারে ১৫ রান করে করার টার্গেট করেছিলাম। ‘

দীর্ঘ অফ ফর্ম কাটিয়ে ছন্দে ফিরেছেন রাসেল। এর রহস্য ঠিক কী? নাইট অলরাউন্ডার বলেন, ‘ঘরের মধ্যে একা একা শ্যাডো প্র্যাকটিস করতাম। ব্যাটিং নিয়ে সব সময় ভাবতাম। জোরে বোলারদের বিরুদ্ধে কি ভাবে শরীরকে ব্যবহার করতে হবে, সেই প্র্যাকটিসও করতাম। পঞ্জাব ম্যাচেও ফাস্ট বোলাররা রাউন্ড দ্য উইকেটে এসে শরীর লক্ষ্য করে বল করছিল। কিন্তু প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। তাই বড় শট নিতে অসুবিধে হয়নি।’

বুধবারের ম্যাচে বিপক্ষে জসপ্রীত বুমরার মতো বোলাররা আছেন। কি স্ট্র্যাটেজি দ্রে রাসের। তিনি বলেন, ‘এই মাঠে একটা ভালো স্মৃতি আছে। কয়েক বছর আগে এই উইকেটে প্রচুর রান পেয়েছিলাম। বুমরা একজন অসাধারণ বোলার। খুব ভালো ইয়র্কার দেয়। তবে শুধু বুমরাই নয়, মুম্বইয়ের অন্যান্য বোলাররাও বেশ ভালো।’

আরও পড়ুন: Athletics: মা হওয়ার পর ট্র্যাকে ফিরেই রুপো পেলেন এই অ্যাথলিট