Arshdeep Singh: পঞ্জাব কিংসের ক্যারিশ্মার দিন আসল ‘কিং’ অর্শদীপ সিং, গড়লেন যে রেকর্ড…

RCB, IPL 2025: পঞ্জাবের আসল 'কিং' হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বছর ২৬ এর তরুণ বোলার। বৃষ্টিবিঘ্নিত আইপিএলের (IPL) ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৩ ওভার বল করে অর্শদীপ নেন ২টি উইকেট।

Arshdeep Singh: পঞ্জাব কিংসের ক্যারিশ্মার দিন আসল কিং অর্শদীপ সিং, গড়লেন যে রেকর্ড...
পঞ্জাব কিংসের ক্যারিশ্মার দিন আসল 'কিং' অর্শদীপ সিং, গড়লেন যে রেকর্ড...Image Credit source: BCCI

Apr 19, 2025 | 11:48 AM

কলকাতা: বিরাট কোহলিদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের (Punjab Kings) জয়ের দিন এক রেকর্ড গড়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। পঞ্জাবের আসল ‘কিং’ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বছর ২৬ এর তরুণ বোলার। বৃষ্টিবিঘ্নিত আইপিএলের (IPL) ম্যাচে আরসিবির (RCB) বিরুদ্ধে ৩ ওভার বল করে অর্শদীপ নেন ২টি উইকেট। আরসিবির বিরুদ্ধে বোলিংয়ে সূচনায় আসেন অর্শদীপ। প্রথম ওভারের চতুর্থ বলে ফিল সল্টকে ফিরিয়ে এক নজির গড়েন তরুণ বোলার। কী সেই নজির?

আসলে আইপিএলের ইতিহাসে পঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক উইকেটের মালিক এখন অর্শদীপ সিং। তিনি পিছনে ফেলেছেন পীয়ুষ চাওলাকে। এর আগে পঞ্জাবের জার্সিতে পীয়ুষ নিয়েছিলেন ৮৫টি উইকেট। অর্শদীপ আরসিবির বিরুদ্ধে ২ উইকেট নিয়ে পঞ্জাবের জার্সিতে এখন সর্বাধিক উইকেটের (৮৭টি উইকেট) মালিক।

আইপিএলের চলতি মরসুমে অর্শদীপের পারফরম্যান্স বেশ নজরকাড়া। তিনি এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। এ দিন অর্শদীপদের দাপুটে বোলিংয়ের সুবাদে আরসিবি প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেটে ৯৫ রান তোলে। এরপর সেই রান তাড়া করতে নেমে ৫ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় পঞ্জাব কিংস। ১২.১ ওভারে ৫ উইকেটে ৯৮ রানের টার্গেট পূরণ করে পঞ্জাব।