AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন ভারতীয় বোলারকে বুমরার থেকে এগিয়ে রাখছেন নেহরাজি?

ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে নির্ভরতা দিতে তৈরি আরও এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যেই একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা (Ashish Nehra) নজরে।

কোন ভারতীয় বোলারকে বুমরার থেকে এগিয়ে রাখছেন নেহরাজি?
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 25, 2021 | 7:28 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ভারতীয় ক্রিকেটারদের কাছে স্বপ্ন পূরণের মঞ্চ। এই মঞ্চ থেকেই ভারতীয় ক্রিকেটের তারকা হয়ে ওঠার ভিত তৈরি করতে পেরেছেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah ), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), চাহালের (Yajuvendra Chahal) মতো একাধিক ক্রিকেটার। ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে নির্ভরতা দিতে তৈরি আরও এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যেই একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা (Ashish Nehra) নজরে।

এই ফাস্ট বোলারকে এতটাই মুগ্ধ নেহরাজি, যে জশপ্রীত বুমরার থেকে এগিয়ে রাখছেন এই তরুণ ক্রিকেটার কে। প্রাক্তন ভারতীয় পেস বোলার মুগ্ধ মহম্মদ সিরাজে। নেহরার কোচিংয়ে একটা সময় খেলেছেন সিরাজ। কয়েক বছর আগের সেই সিরাজের সঙ্গে বর্তমান সিরাজকে মেলাতে পারেন না আশিস। প্রতিভা (skill) ছিলই, কিন্তু সেটাকে মেলে ধরতে সিরাজ যে পরিশ্রম করেছেন সেটাই মুগ্ধ করেছে নেহরাকে।

আশিস নেহরা মনে করেন প্রতিভার দিক থেকে বুমরার থেকেও এগিয়ে সিরাজ। শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেট নয়, সব ধরনের ক্রিকেটে সফল হওয়ার মশলা আছে সিরাজের মধ্যে। হায়দরাবাদের ফাস্ট বোলার কে একটাই পরামর্শ প্রাক্তনের। ফিটনেস ধরে রাখতে হবে। রবিবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে নামছে লীগ শীর্ষে থাকা সিরাজের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।